নিজস্ব প্রতিবেদনঃ বেজে গেল একুশের ভোটের দামামা। সূত্রের খবর অনুসারে জানা যাচ্ছে সম্ভবত ২০২১-এর বিধানসভা নির্বাচন হবে সাত দফায়। এই মুহূর্তে এম ভারতের কাছে আসা তথ্য অনুযায়ী জানা যাচ্ছে, প্রথম দফার ভোট হওয়ার সম্ভাবনা রয়েছে ১১ এপ্রিল থেকে ১৮ এপ্রিল উত্তরবঙ্গে ভোট হতে পারে । ২৩ এপ্রিল মালদা ও মুর্শিদাবাদ সংলগ্ন কেন্দ্রে হওয়ার সম্ভাবনা। ২৯ এপ্রিল বীরভূম, বর্ধমান এবং তৎসংলগ্ন এলাকায়। পঞ্চম দফার ভোটের তারিখ ৬ মে হতে পারে। এই দফায় থাকতে দক্ষিণবঙ্গ বিধানসভা কেন্দ্রগুলি ।

১২ মে ষষ্ট দফার ভোট গ্রহণ পর্ব অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা। তমলুক, কাঁথি, ঘাটাল, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, মেদিনীপুর এবং বিষ্ণুপুর কেন্দ্রে হতে পারে ভোটগ্রহণ। শেষ অর্থাৎ সপ্তম দফায় ভোট পর্ব কলকাতা এবং ২৪ পরগনার কেন্দ্রে হতে পারে বলেই সূত্রের খবর । শেষ দফার ভোট হতে পারে ১৯ মে। এতো গেল ভোটের গ্রহণের দিন। ভোট গনণা হতে পারে ২৩ মে।
এমনিতেই কোভিডের কারণে বুথের সংখ্যা বাড়ানো হচ্ছে। সেইসঙ্গে পুলিশের সংখ্যাও বাড়ানো হবে বলে সূত্রের খবর। ইতিমধ্যেই রাজ্যে ঘুরে গিয়ে কোভিড পরিস্থিতিতে কীভাবে ভোট করা যায় তার প্রাথমিক ধারণাও ছকে ফেলেছে কমিশন। এখন শুধু শান্তিপূর্ণ ভোট করানোই চ্যালেঞ্জ নির্বাচন কমিশনের কাছে।