রসায়নে নোবেল পেলেন ফ্রান্সের ইমানুয়েল শারপেনটিয়ার এবং আমেরিকার জেনিফার এ দাউদনা। আজ নোবেল কর্তৃপক্ষ জানায়, জিন প্রযুক্তির অন্যতম সেরা প্রযুক্তি ‘সিআরআরএসপিআর/ক্যাস৯ জেনেজিক সিসর’ আবিষ্কার করেছেন মানুয়েল শারপেনটিয়ার এবং জেনিফার দাউদনা। নোবেল কর্তৃপক্ষের কথায়, আণবিক জীবন বিজ্ঞানে বিপ্লব নিয়েএসেছে CRISPR-Cas9 । যা উদ্ভিদের বংশবিস্তারের ক্ষেত্রে নয়া সুযোগের পাশাপাশি তা উদ্ভাবনী ক্যানসার চিকিৎসায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এমনকি জিনগত রোগ সারিয়ে তোলার ক্ষেত্রে গবেষকরা যে স্বপ্নের জাল বুনছেন, তা সত্যি করতে পারে এই আবিষ্কার। আপাতত পুরস্কারমূল্যের এক কোটি সুইডিশ ক্রোনার (১.১ মিলিয়ন ডলারের মতো) ইমানুয়েল শারপেনটিয়ার এবং জেনিফার এ দাউদনার মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া হবে। ৫২ বছরের ইমানুয়েল শারপেনটিয়ার জার্মানির বার্লিনের ম্যাক্স প্ল্যাঙ্ক ইউনিট ফর সায়েন্স অফ প্যাথোজেনসের অধিকর্তা। অন্যদিকে, আমেরিকার বার্কলে বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন ৫৬ বছরের জেনিফার এ দাউদনা। ইতিহাসে ষষ্ঠ ও সপ্তম মহিলা হিসেবে তাঁরা রসায়নে নোবেল পেয়েছেন।
রসায়নে নোবেল ২ মহিলা গবেষকের । এম ভারত নিউজ
Read Time:1 Minute, 51 Second