Read Time:52 Second
চলছে আনলক -৪। কয়েকটি রাজ্যে আজ অর্থাৎ ২১ সেপ্টেম্বর থেকে থেকে খুলছে স্কুল । যাত্রী সুবিধার জন্য আজ থেকেই নতুন করে ৪০ টি ট্রেন চালাবে ভারতীয় রেল । ১০ সেপ্টেম্বর থেকেই এই সমস্ত নতুন স্পেশ্যাল ট্রেনের টিকিট বুকিং শুরু হয়ে গিয়েছে।বিভিন্ন কর্মসূচীতে ১০০ জন লোক যোগ দিতে পারবেন । সামাজিক, শিক্ষামূলক, সাংস্কৃতিক, ধর্মীয়, রাজনৈতিক, বিনোদন এবং খেলাধূলা সংক্রান্ত নানা অনুষ্ঠান এবং অন্যান্য অনুষ্ঠানেো অনধিক ১০০ জন ব্যক্তি যোগ দিতে পারবেন ।
