
পাথরপ্রতিমার একটি বুথ থেকে ভোটগ্রহণ শুরুর মাত্র কিছুক্ষণ আগেই উদ্ধার হয় কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ানের ঝুলন্ত দেহ। স্বাভাবিকভাবেই এই ঘটনাকে কেন্দ্র করে প্রবল চাঞ্চল্য ছড়ায় এলাকায়।
জানা গিয়েছে, ওই জওয়ানের নাম কমল গঙ্গোপাধ্যায়ের। উত্তর ২৪ পরগনার বাসিন্দা তিনি। ভোটে পাথরপ্রতিমা বিধানসভা এলাকার গুরুদাসপুর বুথে ডিউটি পড়েছিল তাঁর। অন্যান্য জওয়ানরা জানিয়েছেন বুধবার সন্ধ্যা থেকেই খুঁজে পাওয়া যাচ্ছিল না কমলকে ।এমনকি রাতেও বুথে পাওয়া যায়নি তাঁকে। এরপর বৃহস্পতিবার সকালে ওই ভোটগ্রহণ কেন্দ্রের একটি ঘর থেকে উদ্ধার হয় তাঁর ঝুলন্ত দেহ। ঘটনাটি তৎক্ষনাৎ জানানো হয় নির্বাচন কমিশনে। মৃতদেহ ময়না তদন্তের জন্য ইতিমধ্যেই নিয়ে যাওয়া হয়েছে।
এই মৃত্যুর তদন্তে নেমেছে পুলিশ।পুলিশ সূত্রে খবর ওই জওয়ানের কর্মক্ষেত্রে কোনও সমস্যা ছিল কিনা, পারিবারিক জীবনে কোনও সমস্যা ছিল কিনা, কাল রাতে ওই জওয়ান কোথায় ছিলেন সেই সমস্ত জানতে চেষ্টা করছে পুলিশ।
এ বিষয়ে মৃতের পরিবারের লোকজনের সাথে কথা বলবেন বলেও জানিয়েছেন তদন্তকারীরা।
যদিও এই মৃত্যুতে ভোটগ্রহণে কোনো প্রভাব পড়েনি।