শিশুদের সোশ্যাল মিডিয়া-ব্যবহার নিষিদ্ধ ফ্লোরিডায়। এম ভারত নিউজ

admin

ফ্লোরিডার নতুন আইন অনুসারে, ১৩ বছর না হলে শিশুরা সামাজিক…

0 0
Read Time:2 Minute, 18 Second

সোশ্যাল মিডিয়া ব্যবহার নিয়ে বেশকিছু দিন ধরেই কঠোর পদক্ষেপ নিচ্ছে আমেরিকা। সম্প্রতি বাইডেন সরকার ‘টিকটক’ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। বিষয়টি নিয়ে এখনও বিতর্ক চলছে। এর মধ্যেই ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিস জানিয়েছেন, রাজ্যটিতে নাবালকরা যাতে সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে না পারে, সে বিষয়ে একটি বিলে সই করেছেন তিনি। ১ জুলাই থেকে আইনে পরিণত হবে বিলটি। ফ্লোরিডার নতুন আইন অনুসারে বলা হয়েছে, ‘১৩ বছর না হলে শিশুরা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করতে পারবে না।’

এছাড়াও বলা হয়েছে, ‘১৪ এবং ১৫ বছরের বালক-বালিকারা অ্যাকাউন্ট খুলতে পারবে, কিন্তু তার জন্য বাবা-মায়ের অনুমতি নিতে হবে।’ ফ্লোরিডায় অনেকদিন ধরেই এই বিষয়টি নিয়ে বিতর্ক হচ্ছে। রাজ্যের রিপাবলিকান নেতৃত্বাধীন আইনসভা গত ফেব্রুয়ারিতে একটি বিল পাস করেছিল যা ১৬ বছরের কম বয়সী শিশুদের সোশ্যাল মিডিয়ার ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ করে। কিন্তু সেই প্রস্তাবে ভেটো দেন ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিস। তার দাবি ছিল, ওই বিলে পিতামাতার অধিকারকে সীমিত করা হয়েছে। বিল অনুমোদনের পর এক বিবৃতিতে ডিস্যান্টিস বলেছেন, সোশ্যাল মিডিয়া বিভিন্নভাবে শিশুদের ক্ষতি করে। নতুন আইন অভিভাবকদের জন্য সন্তানদের সুরক্ষায় বাড়তি ক্ষমতা দেবে। আইনে নির্দিষ্ট করে কোনও সোশ্যাল মিডিয়া সংস্থার নাম উল্লেখ করা হয়নি। তবে ফ্লোরিডার নতুন আইনটির বিরোধিতা করেছে ‘মেটা’।

আরও পড়ুন

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

মালয়শিয়া সফরে বিদেশমন্ত্রী জয়শঙ্কর। এম ভারত নিউজ

মালয়শিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গেও দেখা করেন এবং...

Subscribe US Now

error: Content Protected