করোনার দ্বিতীয় সংক্রমনের ঢেউয়ে নাজেহাল গোটা বিশ্ব। তাই আগেভাগেই সংক্রমণের ঝুঁকি এড়াতে লকডাউন ঘোষণা করা হয়েছে বাংলাদেশ সরকারের তরফ থেকে হঠাৎ করে এরকম লকডাউন ঘোষণা করায় চিন্তার মুখে পড়েছিলেন বহু মানুষ। তাই তাড়াহুড়ো করে বাড়ি ফেরার পথেই ঝড়ের মুখে পড়তে হয় অনেককেই। বিশেষত সোমবার থেকে শুরু হচ্ছে সাত দিনের টানা লকডাউন । তাই বাড়ি ফেরার ভিড় দেখা গিয়েছে বিভিন্ন ফেরি ঘাটে। আর আজ ২ বাংলা জুড়েই সন্ধ্যের দিকে শুরু হয় বছরের প্রথম কালবৈশাখী। নারায়ণগঞ্জের কাছে শীতলক্ষা নদীতে লঞ্চ ডুবে ৫০ জনের বেশি যাত্রী নিখোঁজ। অনেকের মৃত্যুর আশঙ্কা বাড়ছে। সূত্রের খবর অনুসারে জানা গেছে কালবৈশাখীর দাপটে অত্যাধিক যাত্রী বোঝাই করে নারায়ণগঞ্জের শীতলক্ষা নদীতে রাবিদ আল হাসান নামে একটি লঞ্চ ডুবে গেছে। এই লঞ্চটি তার যাত্রাপথ অনুসারে নারায়ণগঞ্জ টার্মিনাল ঘাট থেকে মুন্সীগঞ্জ টার্মিনাল ঘাটে যাচ্ছিল। জানা যায় ওই সময় নদী দিয়ে একটি কার্গো জাহাজও যাচ্ছিল , এবং লঞ্চটি আচমকা এসে ধাক্কা মারে কার্গো জাহাজটিকে ফলে সমস্ত যাত্রীসহ একেবারে উল্টে যায় লঞ্চটি। দুর্ঘটনার খবর পেয়ে ডুবুরিসহ অন্য কর্মীরা ঘটনাস্থলের দিকে যাচ্ছেন। কাল থেকেই বাংলাদেশের শুরু হচ্ছে লকডাউন তবে জরুরী পরিষেবা চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার।
বড়োসড়ো ফেরি দুর্ঘটনার মুখে বাংলাদেশ । এম ভারত নিউজ
Read Time:2 Minute, 8 Second