অবশেষে সুপার সানডে ইডেনে। এম ভারত নিউজ

Mbharatuser

দীর্ঘদিনের অপেক্ষার অবসান। অবশেষে করোনাকালীন কঠিন পরিস্থিতি পার করে মহানগরীর ইডেন গার্ডেনে আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে আজই।ইতিমধ্যেই ইডেনের চত্বরের জমজমাটি দেখতে পাওয়া গিয়েছে বলেই জানা যাচ্ছে। দীর্ঘদিন ধরেই সুপার সানডের এই ম্যাচের অপেক্ষায় দিন কাটাচ্ছেন মহানগরী বাসি।

0 0
Read Time:1 Minute, 57 Second

দীর্ঘদিনের অপেক্ষার অবসান। অবশেষে করোনাকালীন কঠিন পরিস্থিতি পার করে মহানগরীর ইডেন গার্ডেনে আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে আজই।ইতিমধ্যেই ইডেনের চত্বরের জমজমাটি দেখতে পাওয়া গিয়েছে বলেই জানা যাচ্ছে। দীর্ঘদিন ধরেই সুপার সানডের এই ম্যাচের অপেক্ষায় দিন কাটাচ্ছেন মহানগরী বাসি। ইতিমধ্যেই মেট্রোরেলের তরফ থেকেও এই প্রসঙ্গে এক বড় ঘোষণা করা হয়েছে জানা যাচ্ছে। আজ রাত্রি দশটা নাগাদ এসপ্ল্যানেড মেট্রো স্টেশন থেকে মোট দুটি মেট্রো ছাড়া হবে ভিন্ন পথের উদ্দেশ্যে। মূলত দর্শকদের বাড়ি পৌঁছতে সুবিধা করার জন্যই এই ব্যবস্থা করা হয়েছে।

প্রসঙ্গত উল্লেখ্য, আজ ভারত বনাম নিউজিল্যান্ড টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে ইডেন গার্ডেনে। ইতিমধ্যেই, হাজারে-হাজারে দর্শকদের ভিড় জমাতে দেখা গিয়েছে ইডেনের পাশে। তবে দুঃখের বিষয় করোনাকালীন পরিস্থিতির কথা মাথায় রেখে নির্দিষ্ট পরিমান দর্শকদেরই অনুমতি দেওয়া হয়েছে। ৪০ হাজারেরও বেশি দর্শকের আসন উপলব্ধ থাকলেও অনলাইনে আসন সংগ্রহ করা সম্ভব হয়েছে মাত্র দেড় হাজার। যার ফলে সমস্যায় পড়তে হয়েছে ভিন রাজ্যের মানুষদের । ইতিমধ্যেই এই বিষয়ে নিরাশ হয়ে বাড়ি ফিরেছেন বহু রাজ্যের মানুষ।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

এবার বড় ঘোষণা ছাত্র-ছাত্রীদের জন্য । এম ভারত নিউজ

ছাত্র-ছাত্রীদের জন্য সুখবর। রাজ্যের বিভিন্ন স্কুলগুলিতে প্রতিদিনের ক্লাস থেকে অব্যাহতি দেওয়া হল ছাত্র-ছাত্রীদের । জানা যাচ্ছে, এবার প্রতিদিনের পরিবর্তে জোড়-বিজোড় ক্লাসের সিদ্ধান্ত নেওয়া হয়েছে স্কুলগুলিতে।

Subscribe US Now

error: Content Protected