অপর্ণা সেনকে আইনি চিঠি, কিন্তু কেন ? । এম ভারত নিউজ

Mbharatuser
0 0
Read Time:2 Minute, 7 Second

বিএসএফদের নিয়ে মন্তব্যের জেরে সমস্যায় পড়লেন অভিনেত্রী অপর্ণা সেন। এবার বিএসএফদের নিয়ে মন্তব্য করার কারণে আইনি চিঠি পাঠানো হল অপর্ণা সেনকে। জানা যাচ্ছে , এই নিয়ে ইতিমধ্যেই অভিনেত্রীকে আইনি চিঠি পাঠানো হয়েছে আইনজীবী পৃথ্বীজয় দাশের তরফে। সীমান্ত এলাকায় বিএসএফের এক্তিয়ার বৃদ্ধি করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে। আর এই বিষয় নিয়ে সরব হতে দেখা গিয়েছিল অভিনেত্রীকে। সেখানে অভিযোগের মাধ্যমে বিএসএফদের বিরুদ্ধে খুনি এবং ধর্ষকের মত ভয়াবহ শব্দ ব্যবহার করতে দেখা যায় তাঁকে। আর তারই জেরে আজ তাঁর বিরুদ্ধে মামলা করা হয়। জানা যাচ্ছে ইতিমধ্যেই সেই চিঠিতে আগামী ৭ দিনের মধ্যে ক্ষমা চাওয়ার নির্দেশ পাঠানো হয়েছে।

প্রসঙ্গত উল্লেখ্য অপর্ণা সেনের অভিযোগ ছিল, ইতিমধ্যে দেশের সেনা শাসন জারি করার চেষ্টা করছে কেন্দ্র সরকার ।সেনা বাহিনীকে যতটা ক্ষমতা দেওয়ার কথা তার থেকে অতিরিক্ত ক্ষমতা দেওয়া হচ্ছে বলেও দাবি জানিয়েছিলেন তিনি। ইতিমধ্যেই এই প্রসঙ্গে তাঁর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিতে দেখা গিয়েছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। কিছুদিন আগেই কেন্দ্রীয় সরকারের তরফ থেকে সীমান্ত এলাকায় বিএসএফদের এক্তিয়ারের এলাকা বৃদ্ধি করা হয়েছে। জানা যাচ্ছে, এখন থেকে সীমান্ত এলাকা থেকে মোট ৫০ কিলোমিটার পর্যন্ত এলাকা তাঁদের আওতায় থাকতে চলেছে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

ইডেনের ম্যাচ উপলক্ষে স্পেশাল মেট্রো মহানগরীতে । এম ভারত নিউজ

ক্রিকেট প্রেমীদের জন্য বড় সুখবর নিয়ে এল কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ । জানা যাচ্ছে আগামী রবিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নামবে ভারতীয় দল। ইতিমধ্যেই এই ম্যাচকে কেন্দ্র করে উৎসাহের শেষ নেই মহানগরবাসীর, কারণ মহানগরীর ইডেন গার্ডেনে অনুষ্ঠিত হতে চলেছে এই ম্যাচ। করোনাকালীন কঠিন পরিস্থিতি পার করে এই প্রথমবারের […]

Subscribe US Now

error: Content Protected