বিজেপির যুব মোর্চার ‘নবান্ন চলো’ অভিযানে বিজেপি নেতার দেহরক্ষী বলবিন্দর সিংয়ের কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করে পুলিশ। সে সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে তাঁর পাগড়ি খুলে যায়। শিখ সম্প্রদায়ের কাছে পাগড়ি খুলে দেওয়া গর্হিত অপরাধ। তবে তা ইচ্ছাকৃতভাবে করা হয়নি তা বোঝাতে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় সেদিনের ভিডিও পোস্ট করেছে পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশ। এবার এই ঘটনার বিবৃতি দিল রাজ্য স্বরাষ্ট্র দফতর।
রবিবার টুইটারে রাজ্যের স্বরাষ্ট্র দফতরের পক্ষ থেকে বলা হয়েছেশিখ সম্প্রদায়ের প্রতি রাজ্য সরকার শ্রদ্ধাশীল। বাংলায় শিখরা শান্তিতেই রয়েছেন। যুবমোর্চার মিছিলকে বেআইনি বলে কটাক্ষ স্বরাষ্ট্র দফতর আরও জানিয়েছে, মিছিলে অস্ত্র উদ্ধারে ঘটনাকে নানাভাবে বিকৃত করা হচ্ছে। একটি রাজনৈতিক দল নিজেদের সংকীর্ণ স্বার্থে বিষয়টিকে সাম্প্রদায়িক রং দিচ্ছে বলেও টুইটে মন্তব্য স্বরাষ্ট্র দফতরের। পাশাপাশি, এদিন শিখ ধর্মাবলম্বীরা রাজ্যপালের সঙ্গে দেখা করতে যান। গোটা ঘটনা তদন্ত করার দাবিও জানান তাঁরা। এদিন পাগড়ি বিতর্ক নিয়ে রাজ্য বিজেপি নেতৃত্বও রাজ্যপালের সঙ্গে দেখা করেন।
পাগড়ি বিতর্কে টুইট রাজ্য স্বরাষ্ট্র দফতরের। এম ভারত নিউজ
Read Time:1 Minute, 52 Second