ভারত এবং জার্মানি এই দুই দেশের সাংস্কৃতিক মেলবন্ধনে অনবদ্য লেখনির সৃষ্টি কর্তা বিখ্যাত কবি আলোকরঞ্জন দাশগুপ্ত প্রয়াত । মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর । বার্ধক্যজনিত কারণেই মৃত্যু হয় তাঁর । ভারত ও জার্মানির মধ্যে ঘনিষ্ঠ সংযোগ প্রচারের জন্য প্রধান একটি প্রতিষ্ঠান, ডয়চে-ইন্দিসচে গেসেলশ্যাফ্টের (ডিআইজি) সাথে নিবিড়ভাবে যুক্ত ছিলেন। জার্মান সরকার তাঁকে গ্যোটে পুরস্কার প্রদান করে । ১৯৯২ সালে ‘মরমী করাত’ কাব্যগ্রন্থের জন্য সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার পান অলোকরঞ্জন দাশগুপ্ত। এই কাব্যগ্রন্থই পরে তাঁকে প্রবাসী ভারতীয়ের সম্মান এনে দেয়। এ ছাড়া পেয়েছেন রবীন্দ্র পুরস্কার, আনন্দ পুরস্কার। হাম্বোলড ফাউন্ডেশন ফেলোশিপে জার্মানি গিয়ে পরবর্তীকালে জার্মানির হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ এশিয়া ইনসিটিটিউটে শিক্ষকতা করেন । গতকাল রাতে নিজের বাড়িতেই রাত প্রায় ন’টা নাগাদ তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেনু ।
প্রয়াত বিখ্যাত কবি অলোক রঞ্জন দাসগুপ্ত । এম ভারত নিউজ
ভারত এবং জার্মানি এই দুই দেশের সাংস্কৃতিক মেলবন্ধনে অনবদ্য লেখনির সৃষ্টি কর্তা বিখ্যাত কবি আলোকরঞ্জন দাশগুপ্ত প্রয়াত । মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর । বার্ধক্যজনিত কারণেই মৃত্যু হয় তাঁর । ভারত ও জার্মানির মধ্যে ঘনিষ্ঠ সংযোগ প্রচারের জন্য প্রধান একটি প্রতিষ্ঠান, ডয়চে-ইন্দিসচে গেসেলশ্যাফ্টের (ডিআইজি) সাথে নিবিড়ভাবে যুক্ত ছিলেন। জার্মান সরকার তাঁকে গ্যোটে পুরস্কার প্রদান করে । ১৯৯২ সালে ‘মরমী করাত’ কাব্যগ্রন্থের জন্য সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার পান অলোকরঞ্জন দাশগুপ্ত। এই কাব্যগ্রন্থই পরে তাঁকে প্রবাসী ভারতীয়ের সম্মান এনে দেয়। এ ছাড়া পেয়েছেন রবীন্দ্র পুরস্কার, আনন্দ পুরস্কার। হাম্বোলড ফাউন্ডেশন ফেলোশিপে জার্মানি গিয়ে পরবর্তীকালে জার্মানির হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ এশিয়া ইনসিটিটিউটে শিক্ষকতা করেন । গতকাল রাতে নিজের বাড়িতেই রাত প্রায় ন’টা নাগাদ তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেনু ।