লালিগায় মুখোমুখি রিয়েল মাদ্রিদ-ওসাসুনা। এম ভারত নিউজ

Mbharatuser
0 0
Read Time:2 Minute, 17 Second

চির প্রতিপক্ষ বার্সেলোনাকে তাঁদেরই মাঠে ২-১ গোলে হারানোর পর এবার লালিগায় ওসাসুনার মুখোমুখি হতে চলেছে রিয়াল মাদ্রিদ। স্পেনের সান্তিয়াগো বার্নাব্যু স্টেডিয়ামে বৃহস্পতিবার রাত ১:০০ (ভারতীয় সময় অনুযায়ী) শুরু হতে চলেছে রিয়েল মাদ্রিদ-ওসাসুনা দ্বৈরথ। এই ম্যাচের জেরে কার্যত উত্তেজনায় ফুটতে শুরু করেছে ফুটবল মহল। এই ম্যাচটি আপাত পক্ষে ভীষণ গুরুত্বপূর্ন রিয়াল মাদ্রিদের ক্ষেত্রে। এই ম্যাচ থেকে তিন পয়েন্ট সংগ্রহ করলেই কার্যত বাকি সব দলকে পিছনে ফেলে স্কোর বোর্ডের প্রথম স্থান দখল করার সম্ভাবনা রয়েছে রিয়াল মাদ্রিদের। আপাতত লালিগা ম্যাচের স্কোর বোর্ডে সবথেকে উপরে নাম রয়েছে রিয়াল সোসিয়েদাদ-এর।

গত ম্যাচে ড্র করার রীতি এই ম্যাচেও ধরে রাখতে পারলে আপাতত স্বস্তি মিলবে ওসাসুনার। এই ম্যাচের দলের ফিকশ্চার অনুযায়ী রিয়াল মাদ্রিদের দুই অন্যতম শক্তিশালী হাতিয়ার; মাঝমাঠের ড্যানি ক্যাবালোস এবং উইঙ্গার গ্যারেথ বেলকে আপাতত মাঠের বাইরেই থাকতে দেখা যাবে। এছাড়াও দলের অন্যতম সেরা মিডফিল্ডার ফেডেরিকো ভেলভার্দে, ইসকো এবং স্ট্রাইকার লুকা জোভিকের উপস্থিতি নিয়েও যথেষ্ট ধোঁয়াশা রয়েছে। অন্যদিকে, ওসাসুনার আন্তে বুদিমির, জোনাস র‌্যামালহো এবং আরিদানে হার্নান্দেজকে চোটের জন্য মাঠের বাইরেই থাকতে হবে। আপাতত এই ম্যাচকে নিয়ে ফুটবলপ্রেমীদের মধ্যে উত্তেজনা তুঙ্গে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

দেরাদুনে বিপর্যস্ত ১২ জন বাঙালি পর্যটক । এম ভারত নিউজ

অ্যাডভেঞ্চারপ্রেমী বাঙ্গালীদের জন্য এই অ্যাডভেন্চারই হতে পারে বড় বিপত্তি, আর এই কথার সত্যতা প্রমাণ করে একই মাসে পরপর ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়তে হল বেশ কিছু বাঙালি পর্যটকদের। মূলত দেরাদুনের বেড়াতে গিয়ে বিপর্যস্ততার শিকার হতে হয় বাঙালি পর্যটকদের মোট ১২ জনের এই দলটি । জানা যাচ্ছে, ইতিমধ্যেই খাদে গাড়ি উল্টে মৃত্যু […]

Subscribe US Now

error: Content Protected