ভোটের আগে বিহারবাসীর কাছে কল্পতরু মোদী, রবিবার কী কী ঘোষণা করলেন দেখে নিন । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 28 Second

ভোটের মুখে বিহারবাসীর কাছে কল্পতরু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।রবিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনটি পেট্রোলিয়াম প্রকল্পের সূচনা করেন তিনি। সেইসঙ্গে সেরাজ্যের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের প্রশংসা করেন মোদি। এই দুই অস্ত্রে করোনা আবহের মধ্যেও কার্যত বিহারে ভোটের প্রচার শুরু করে দিলেন নরেন্দ্র মোদী। এদিন নীতিশের প্রশংসা করে তিনি বলেন, ‘নব-ভারত’ ও ‘নব-বিহার’ গঠনে বিরাট ভূমিকা নিয়েছেন নীতীশ।


এদিন বিহারে যে প্রকল্পগুলির উদ্বোধন করা হল, তার মধ্যে রয়েছে পারাদ্বীপ-হলদিয়া-দুর্গাপুর পাইপলাইন অগমেন্টেশন প্রকল্পের দুর্গাপুর-বাঁকা বিভাগ এবং বাঁকা ও চম্পারণে দুটো লিক্যুইড পেট্রলিয়াম গ্যাস (LPG) বটলিং প্ল্যান্টস। এই সূচনা প্রকল্পে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপস্থিত ছিলেন নীতীশ কুমার, পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের মতো নেতা-মন্ত্রীরাও ছিলেন। রবিবার এই প্রকল্পগুলির উদ্বোধন করে মোদী বলেন, এই দুই এলপিজি প্ল্যান্ট শুধু বিহার নয়, ঝাড়খণ্ড ও উত্তরপ্রদেশের বিভিন্ন জেলাতেও গ্যাস সিলিন্ডার ভরে দিতে সক্ষম হবে। সেইসঙ্গে এদিন প্রধানমন্ত্রীর বক্তব্যে উঠে আসে কেন্দ্রের উজ্জ্বলা প্রকল্পের কথাও। নমো বলেন, এই প্রকল্প মহিলাদের ক্ষমতায়ণ ঘটিয়েছে। তাঁদের আর শ্বাসকষ্ট বাড়িয়ে কাঠের জালে রান্না করতে হয় না। এদিন বিহার সরকারের প্রশংসা করে তিনি আরও বলেন, ‘গত ১৫ বছর ধরে বিহার দেখিয়ে দিয়েছে যে, রাজ্যে সঠিক সরকার নির্বাচিত হলে, সরকারি প্রকল্পের সব সুফল মানুষ পর্যন্ত পৌঁছবে।’

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

সোমবার থেকে শুরু বাদল অধিবেশন, তবে হচ্ছে না সর্বদল বৈঠক । এম ভারত নিউজ

সোমবার থেকে শুরু হতে চলেছে সংসদের বাদল অধিবেশন। প্রথা অনুযায়ী সংসদের যে কোনও অধিবেশনের আগে সর্বদল বৈঠক হয়ে থাকে। তবে এবছর করোনা আবহে তা হচ্ছে না। একথা জানিয়ে দেওয়া হয়েছে সংসদ বিষয়কমন্ত্রী প্রহ্লাদ জোশির তরফে। করোনাভাইরাস সংক্রমণের কারণে এবার সংসদের বাদল অধিবেশনও পিছিয়ে গিয়েছে। কমেছে অধিবেশনের মেয়াদও। পাশাপাশি সংক্রমণ রুখতে […]

Subscribe US Now

error: Content Protected