পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের শুরু হতে আর হাতে গোনা কয়েকটা দিন ইতিমধ্যেই নির্বাচন কমিশনের তরফ থেকে ভোটের দিনলিপি প্রকাশ করা হয়েছে আর ঠিক তার পর থেকেই সাধারণ মানুষ মুখিয়ে ছিলেন ভোটের দলীয় তালিকা প্রকাশের দিকে আজ সেই অপেক্ষায় অবসান ঘটিয়ে তালিকা প্রকাশ করলেন বামফ্রন্ট।বামফ্রন্ট, কংগ্রেস ও আইএসএফ-এর এই জোট যে তৃণমূল বা বিজেপি উভয়েরই কিছু জায়গায় যাত্রাভঙ্গ করতে সক্ষম, সেটা মানতেই হবে কারণ কিছুদিন আগে বামেদের ব্রিগেডে খেটে খাওয়া শ্রমজীবী মানুষের ভীড় উপচে পড়ে ছিল।

বামফ্রন্ট কংগ্রেস জোটের তরফ থেকে যে তালিকা প্রকাশ করা হয়েছে তাতে রয়েছে যে সকল ব্যক্তিরা তাদের নাম নিম্নরূপ:
তমলুকে প্রার্থী হচ্ছেন গৌতম পাণ্ডা।
শালবনিতে সংযুক্তমোর্চার সমর্থিত সিপিএম প্রার্থী সুশান্ত ঘোষ।
দেবলীনা হেমব্রম রানিবাধে সংযুক্তমোর্চার সমর্থিত সিপিএম প্রার্থী ।
কাথি দক্ষিণে সিপিএমের প্রার্থী সুতনু মাইতি রামনগরে সংযুক্তমোর্চার সমর্থিত বামেদের প্রার্থী সব্যসাচী জানা।
সূত্রের খবর অনুসারে জানা গেছে ৯২ টি আসনে প্রার্থী দেবে কংগ্রেসের নেতারা বামফ্রন্টের প্রার্থী দেওয়া হবে ৩৭ থেকে ৩৮ টি আসনে।