চিনা নজরদারির তদন্ত-রিপোর্ট মিলবে ৩০ দিনেই, বৃহস্পতিবার এমনটাই জানালেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। সরকারি সূত্রের খবর, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর কংগ্রেস সাংসদ কে সি বেনুগোপালকে লেখা চিঠিতে অভিযুক্ত চিনা সংস্থার বিরুদ্ধে সরকারি পদক্ষেপ করা হবে বলে জানিয়েছেন। ভারতের রাজনীতি, বিচার ব্যবস্থা, প্রশাসন এমনকি, সংবাদমাধ্যম ও বাণিজ্যক্ষেত্রের মোট ১০ হাজার প্রভাবশালী ব্যক্তির উপর গোপনে নজরদারি চালাচ্ছে একটি চিনা তথ্যপ্রযুক্তি সংস্থা। লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণরেখায় ভারত ও চিনা সেনার টানাপড়েনের মধ্যেই চলতি সপ্তাহে এই খবর প্রকাশ পায়। সেই প্রতিবেদন প্রকাশের পরেই গোটা বিষয়টি নিয়ে তদন্তের দাবি তোলে কংগ্রেস-সহ বিরোধীরা। বিদেশমন্ত্রকের একটি সূত্র জানাচ্ছে, ভারতে নিযুক্ত চিনা রাষ্ট্রদূত সান ওয়েডং এ বিষয়ে দায় এড়িয়েছেন ইতিমধ্যেই। তিনি জানিয়েছেন, শেনহুয়া একটি বেসরকারি সংস্থা, তাই ওই সংস্থার কার্যকলাপের দায় চিন সরকারের নয়। যদিও অভিযোগ, সংস্থাটির থেকে তথ্য সংগ্রহ করে চিনের সরকার, পিপলস লিবারেশন আর্মি এবং শাসকদল কমিউনিস্ট পার্টি।
৩০ দিনেই মিলবে তদন্ত-রিপোর্টঃ এস জয়শঙ্কর । এম ভারত নিউজ
Read Time:1 Minute, 47 Second