স্বস্তি বাড়িয়ে কমল করোনা আক্রান্তের সংখ্যা। এম ভারত নিউজ

Mbharatuser
0 0
Read Time:1 Minute, 56 Second

উৎসবের মরশুমে করোনা পরিস্থিতি যে আরও ভয়াবহ হয়ে উঠতে পারে এমনটাই আশঙ্কা করেছিলেন চিকিৎসকরা। আসতে পারে তৃতীয় ঢেউও এমনটাই শোনা গিয়েছিল। কিন্তু সমস্ত উদ্বেগকে বুড়ো আঙুল দেখিয়েই যেন প্রতিদিন ধীরে ধীরে কমছে আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টাতেও স্বস্তিজনক করোনা আক্রান্তের সংখ্যা। কিন্তু উদ্বেগ বাড়িয়েছে মৃতের সংখ্যা। শনিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত একদিনে দেশে করোনার বলি হয়েছে ৩৯২ জনের। যা আগের দিনের থেকে প্রায় অনেকটাই বেশি। পাশাপাশি, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৯২৯ জন। যা আগের দিনের থেকে ১৪.১৪ শতাংশ কম।

এ পর্যন্ত দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪৩ লক্ষ ৪৪ হাজার ৬৮৩ জন। এতদিন পর্যন্ত মোট মৃতের সংখ্যা ৪ লক্ষ ৬০ হাজার ২৬৫ জন। টিকাকরণের উপর জোর দিয়েছে কেন্দ্রীয় সরকার। করোনাকে রুখতে টিকাকরণকেই মূল হাতিয়ার করেছে কেন্দ্র। এতদিন পর্যন্ত দেশে মোট করোনার টিকা দেওয়া হয়েছে ১০৭ কোটি ৯২ লক্ষ ১৯ হাজার ৫৪৬ ডোজ। এর মধ্যে গতকালই অর্থাৎ দীপাবলির পরের দিন ভ্যাকসিন দেওয়া হয়েছে মাত্র ২০ লক্ষ ৭৫ হাজার মানুষকে। উৎসবের মরশুমে অনেকটাই গতি কমেছে টিকাকরণের।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

সাত সকালে ঘুম থেকে উঠে বাঘদর্শন কোলাঘাটে !। এম ভারত নিউজ

নিজস্ব সংবাদদাতা, পুর্ব মেদিনীপুর:– ভাইফোঁটার দিনে এবার কোলাঘাটে দেখতে পাওয়া গেল বিরল প্রজাতির বাঘ। জানা যাচ্ছে পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার বাবুয়া গ্রামে এক বিরল প্রজাতির বাঘের দেখা মিলেছে ইতিমধ্যেই। ইতিমধ্যেই ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন পুলিশ ও বন দফতরের আধিকারিকরা। এই ঘটনা প্রকাশ্যে আসার পর থেকেই নিয়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা […]

Subscribe US Now

error: Content Protected