বাংলার ঢাকাই শাড়িতে ‘দেশি গার্ল’ প্রিয়াঙ্কা। এম ভারত নিউজ

Mbharatuser
0 0
Read Time:2 Minute, 15 Second

দিওয়ালির আলোর উচ্ছাসে মেতেছেন বলিউডের প্রতিটি তারকা। বিদেশে আছেন বলে প্রিয়াঙ্কাই বা আলোর উৎসব থেকে বাদ যাবেন কেন? এবার দীপাবলি উপলক্ষ্যে লস অ্যাঞ্জেলেসের বাড়িতেই মহালক্ষ্মীর পুজোর আয়োজন করেছিলেন প্রিয়াঙ্কা। ধুমধাম করে প্রথা মেনে রুপোর লক্ষ্মী-গণেশের মূর্তি পুজো করলেন প্রিয়াঙ্কা ও তাঁর স্বামী নিক জোনাস। কিন্তু এই পুজোয় নজর কেড়েছে এই তারকা দম্পতির পোশাক। বাড়ির পুজোয় পড়ার জন্য ‘দেশি গার্ল’ সেজে উঠেছিলেন সম্পূর্ণ দেশি সাজে। প্রিয়াঙ্কাকে এদিন পুজোর পড়তে দেখা গিয়েছিল হলুদ রঙের একটি ঢাকায় জামদানি। বাংলার এই বিখ্যাত ঐতিহ্যকে যেন সুদূর বিদেশের মাটিতে প্রতিষ্ঠা করে ফেললেন প্রিয়াঙ্কা। পাশাপাশি নজর কেড়েছেন নিকও। নিক পড়েছিলেন লাল সুতোর কাজ করা একটি সাদা কুর্তা। প্রিয়াঙ্কার সাথে থেকে যে নিকও ভারতীয় আদবকায়দা রপ্ত করে ফেলেছেন তা বলাই বাহুল্য।

২০১৯ সালে জয়পুরে রাজকীয় ভাবে বিয়ে সেরেছিলেন মার্কিনী পপ তারকা নিক জোনাস ও প্রিয়াঙ্কা চোপড়া। এরপর থেকে দিব্যি ওদেশের রীতিনীতি,সংস্কৃতি মানিয়ে ঘরণী হয়ে উঠেছেন প্রিয়াঙ্কা। কিন্তু ভোলেননি শিকড়ের টান। তাঁর নিজের দেশের সংস্কৃতির প্রতি এই ভালোবাসায় সবসময় পাশে দাঁড়িয়েছেন নিকও। তাই ক্রিসমাস হোক কিংবা দিওয়ালি; দুই উৎসবেই আনন্দে একসাথে মেতে উঠতে দেখা যায় এই তারকা জুটিকে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

বিষমদের ছোবলে বিহারে মৃত ২৪ । এম ভারত নিউজ

উৎসবের মরশুমে বিষমদের জেরে বিহারে মৃ্ত্যুমিছিল যেন ক্রমেই দীর্ঘ হচ্ছে। বিষমদের কারণে এখনও পর্যন্ত অন্তত ২৪ জনের মৃত্যু হয়েছে, অসুস্থ বহু। বিহারের গোপালগঞ্জ ও পশ্চিম চম্পারণ জেলায় গত দু’দিন ধরে বেড়েই চলেছে বিষমদ পানের ফলে মৃতের সংখ্যা। যার জেরে চিন্তিত প্রশাসন। বিহারের বাকি জেলার মতো এই দুই জেলাতেও মদ নিষিদ্ধ। […]

You May Like

Subscribe US Now

error: Content Protected