গাড়ি স্থানান্তরে লাগবেনা টাকা, নতুন নির্দেশিকা গডকড়ির । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 49 Second

নতুন চাকরির সূত্রে আপনাকে যেতেই হবে অন্য রাজ্যে? কিন্তু গাড়ি স্থানান্তরের মোটা অঙ্কের চার্জের কথা ভেবেই মাথায় হাত পড়ার জোগাড়? আর চিন্তা নেই। কেন্দ্রীয় সড়ক ও পরিবহন মন্ত্রী নীতিন গড়কড়ির নতুন নির্দেশে স্বস্তির নিশ্বাস ফেলছে দেশবাসী। সম্প্রতি একটি নতুন নিয়মের প্রস্তাব দিয়েছিল কেন্দ্রীয় সড়ক ও পরিবহন মন্ত্রক। সেখানে বলা হয় যে কর্মসূত্রে কেউ এক রাজ্য থেকে অন্য রাজ্যে গেলে সেই ব্যক্তি নিজের গাড়িকে কোনো রকম শুল্ক বা চার্জ ছাড়াই নিয়ে যেতে পারবেন অন্য রাজ্যে। আজকের দিনে দাঁড়িয়ে পেশাগত কারণে বার বার শহর বদলানো অত্যন্ত সাধারণ একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে বেসরকারি এবং সরকারি কর্মচারীদের ক্ষেত্রে।তাই তাঁদের সাহায্যার্থেই এই নতুন নিয়মটি তৈরি করা হয়েছে বলেই খবর। সমস্ত গাড়িগুলির পুণঃ তালিকাভুক্তিকরণকে কেন্দ্রভূত করার লক্ষ্যেই এই সিদ্ধান্ত নিয়েছে পরিবহন মন্ত্রক। পরিবহন মন্ত্রক সূত্রে একটি নির্দেশিকা জারি করা হয়েছে, যাতে বলা হয়েছে ” মোটর ভেহিক্যাল অ্যাক্ট ১৯৮৮ অনুসারে,কোনো ব্যক্তি যে কোনো গাড়িকে যেকোনো রাজ্যে(যে রাজ্যে নথিভুক্ত গাড়ি সেই রাজ্য ছাড়া) ১২ মাস অবধি রাখতে পারবেন, কিন্তু ১২ মাসের মধ্যে অবশ্যই সেই নতুন রাজ্যে গাড়িটি নথিভুক্ত করতে হবে”।

এই নতুন নিয়মটি সেনাকর্মী থেকে শুরু করে দেশের সমস্ত বেসরকারি কর্মচারীদের ক্ষেত্রেই প্রযোজ্য হবে বলেই পরিবহন মন্ত্রক সূত্রে খবর। এই নির্দেশিকায় জানানো হয়েছে এবার সমস্ত গাড়ির নথিভুক্তিকরণ সম্পুর্ণ ‘আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স’ নির্ভর যন্ত্রের মাধ্যমেই করা হবে। যাই হোক,এই পরিস্থিতিতে দাঁড়িয়ে পরিবহন মন্ত্রকের নতুন এই সিদ্ধান্ত বেশ খানিকটা স্বস্তি দিল গোটা দেশের সরকারি ও বেসরকারি কর্মচারীদের।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

'মে দিবস', রক্ত-ঘাম মাখা এক ইতিহাসের সোপান । এম ভারত নিউজ

আজ মে দিবস। বিশ্বজুড়ে আজকের দিনটা পালিত হয় আন্তর্জাতিক শ্রমজীবী দিবস হিসেবে। মে দিবস দুনিয়ার সব শ্রমিকদের এক হওয়ার দিন। আন্তর্জাতিক সংগ্রাম আর সৌভ্রাতৃত্বের দিন। পুঁজিবাদী প্রভুর রক্তচক্ষু উপেক্ষা করে একই পতাকার নীচে হাতে হাত রেখে সমাজতন্ত্র প্রতিষ্ঠার দিন। মে দিবস শ্রমজীবী মানুষের কাছে জাগরণের গান, সংগ্রামের ঐক্য ও গভীর […]

Subscribe US Now

error: Content Protected