দীপাবলি বড় আলোর উৎসব। বাঙালি থেকে অবাঙালি সবাই মেতে ওঠেন এই পুজোয়। কলকাতা শহরও কালীপুজো নিয়ে খুব উজ্জীবিত থাকে। এই শহরেই রয়েছে অসংখ্য বিখ্যাত কালীমন্দির। কালীপুজোর দিন ভক্তেরা গোটা শহর ঘুরে বেড়ান। কেউ যান এই সব মন্দিরে, কেউ ঘোরেন বারোয়ারি পুজো।
তবে সবচেয়ে বড় কথা এই শহরের একদিকে রয়েছে দক্ষিণেশ্বর, অন্যদিকে কালীঘাট। শ্যামাপুজোর দিন এই দুই তীর্থে প্রচুর মানুষ ভিড় জমান। সব মিলিয়ে এদিন এ শহরে প্রচুর মানুষ যাতায়াত করেন। এটা মাথায় থাকে কলকাতা মেট্রোরও। তাই এ বছর কলকাতা মেট্রো দীপাবলিতে স্পেশাল সার্ভিস দেওয়ার কথা ঘোষণা করল। মঙ্গলবার মেট্রো রেলের চিফ পাবলিক রিলেশন অফিসার কৌশিক মিত্র এই ঘোষণা করেন। মেট্রো রেল এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তিও প্রকাশ করেছে।
কলকাতা মেট্রো দীপাবলিতে তাদের ব্লু লাইনে স্পেশাল সার্ভিস দেওয়ার কথা ঘোষণা করল। ৩১ অক্টোবর বৃহস্পতিবার আপ-ডাউন মিলিয়ে ২৯২ টির বদলে চলবে মোট ১৯৮টি। যেসব স্টেশন থেকে যে সময় প্রথম ট্রেনটি চলে সেভাবেই চলবে। এতে কোনও বদল নেই।
দক্ষিণেশ্বর ও কালীঘাটের ভক্তদের কথা মাথায় রেখে ব্লু লাইনে আটটি স্পেশাল ট্রেন চালানো হচ্ছে পুজোর দিন। রাত ১০টা থেকে ২০ মিনিট অন্তর-অন্তর কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর ট্রেন চলার সময়সূচি- ১০টা, ১০টা ২০ মি., ১০টা ৪০ মি., ও১১টা। এদিকে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্তও চলবে স্পেশাল ট্রেন। প্রথম ট্রেনটি চলবে রাত ৯টা ৪৮ মিনিটে। এর ঠিক ২০ মিনিট পরে ১০টা ৮ মিনিটে চলবে পরবর্তী ট্রেনটি, এবং ১০টা ২৮ মিনিটে এবং ১০টা ৪৮ মিনিটে চলবে শেষ দু’টি ট্রেন। গ্রিন লাইনেও কালীপুজোর দিন ১০৬টির বদলে ৯০টি ট্রেন চলবে। তবে গ্রিন লাইন-২, পার্পল লাইন ও অরেঞ্জ লাইনে পরিষেবার কোনও বদল নেই।