গত ১৬ জানুয়ারি থেকে দেশজুড়ে করোনার টিকাকরণ পর্ব শুরু হয়েছে । আর গতকাল সোমবার থেকে শুরু হয়েছে দ্বিতীয় পরবের টিকাকরণ । যেখানে ষাটোর্ধ নাগরিককে টিকা দেওয়া হচ্ছে পাশাপাশি ৪৫ বছর বয়সীদের উপরের যাদের কোমর্বিডিটি রয়েছে তাঁরাও এই সুযোগ পেয়ে যাচ্ছেন । শুধু একটাই শর্ত ভারত সরকারের করোনা টিকা সংক্রান্ত মোবাইল অ্যাপ ‘কো-উইন’-এ নিজের নাম নথিভুক্ত করাতে হবে । তবে সেই ব্যক্তি টিকা নেওয়ার সুযোগ পাবেন । আর দ্বিতীয় পর্বের এই টিকাকরণের শুরুর দিনেই এই ‘কো-উইন’ অ্যাপে ২৫ লক্ষ নাগরিক নিজেদের নাম নথিভুক্ত করে ফেলেছেন । এর মধ্যে রয়েছেন ৫০ হাজার স্বাস্থ্য কর্মী । যাঁদের মধ্যে ইতিমধ্যেই ৬ লক্ষ ৪৪ হাজার নাগরিকের অ্যাপয়েনমেন্ট ফিক্সডও করা হয়েছে ।
উল্লেখ্য গতকাল সোমবার দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে এই টিকা নিয়েছেন । দিল্লির AIIMS এ গিয়ে করোনার টিকা নিয়েছেন তিনি । ভ্যাকসিন নেওয়ার পাশাপাশি ভ্যাকসিনের প্রসঙ্গে দেশবাসীকে উৎসাহিতও করেছেন তিনি । টিকা নেওয়ার পরে নিজের ট্যুইটার হ্যান্ডেল থেকে ট্যুইট করে মোদী লেখেন – ‘‘AIIMS-এ আমি করোনা টিকার প্রথম ডোজটি নিয়েছি৷ করোনার বিরুদ্ধে বিশ্বব্যাপী লড়াইয়ে আমাদের চিকিৎসক, বিজ্ঞানীরা তাঁদের যে শক্তি দেখিয়েছেন তা উল্লেখযোগ্য। যারা এই পর্যারে যাঁদের ভ্যাকসিন দেওয়ার জন্য বাছা হয়েছে তাঁদেরকে স্বাগত। আসুন ভারতকে করোনামুক্ত করি।’’