শুভেন্দুর সভার আগেই উত্তপ্ত পূর্ব মেদিনীপুরের খেজুরি। সোমবার নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভার পর হেঁড়িয়ায় পাল্টা সভার ডাক দিয়েছে বিজেপি। এদিনের সভায় থাকবেন শুভেন্দু অধিকারী এবং বাবুল সুপ্রিয়। সেই অনুযায়ী চলছিল শেষ মুহূর্তের প্রস্তুতি। সেইসময় খেজুরি বারাতলাতে বিজেপি কর্মীদের ওপর হামলার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে।
অভিযোগ, খেজুরিতে জনসভায় যাওয়ার পথে বিজেপির বাইক মিছিলে হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। এমনকি মিছিল লক্ষ্য করে বোমাবাজিও করা হয় বলে দাবি বিজেপির। ঘটনায় আহত হয়েছে বেশ কয়েকজন বিজেপি কর্মী। পরিস্থিতি সামাল দিতে এলাকায় মোতায়েন বিশাল পুলিশবাহিনী। ঘটনার প্রেক্ষিতে কাঁথি সাংগঠনিক জেলার বিজেপির সভাপতি অনুপ চক্রবর্তী বলেন, এটা তৃণমূলের সংস্কৃতি। এলাকাকে অশান্ত করার চেষ্টা করছে তৃণমূল। তবে আগামী দিনে মানুষ তার যোগ্য জবাব দেবে।