আজ নির্বাচন কমিশনের দ্বারস্থ হতে চলেছে তৃণমূল। জানা যাচ্ছে রাজ্যে দ্রুত উপনির্বাচন চেয়ে আজ দিল্লিতে নির্বাচন কমিশনের দ্বারস্থ হতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস। মূলত বিধানসভা নির্বাচন ২০২১ এর পর রাজ্যের খরদা ,ভবানীপুর সহ ৭ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন করতেই নির্বাচন কমিশনের দ্বারস্থ হতে চলেছেন তাঁরা । জানা যাচ্ছে নির্বাচন কমিশনের কাছে আজ উপস্থিত হতে চলেছেন তৃণমূলের সংসদীয় দলের ৬ সদস্য। সদস্যরা হলেন সুদীপ বন্দোপাধ্যায়, সৌগত রায়, কল্যাণ বন্দোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদার, সুখেন্দু শেখর রায় ও ডেরেক ও’ব্রায়ান। সূত্রের খবর অনুসারে জানতে পারে গেছে নির্বাচনের আগে সাতদিনের অতিরিক্ত প্রচারের সময় চেয়ে নিতে আজ তড়িঘড়ি নির্বাচন কমিশনের দ্বারস্থ হচ্ছেন তাঁরা।

প্রসঙ্গত উল্লেখ্য, বিধানসভা নির্বাচন ২০২১ এর পর রাজ্যের মোট পাঁচটি কেন্দ্রে উপনির্বাচন এবং দুটি কেন্দ্রে ভোটগ্রহণ বাকি। তাই করোনা সংক্রমণে তৃতীয় ঢেউয়ের সম্ভাবনার আগেই এই সমস্ত প্রক্রিয়া সেরে ফেলতে আগ্রহী তৃণমূল কংগ্রেস। মূলত ২০২১ বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম থেকে প্রার্থী হওয়ায় হেরে যাওয়ার পরও মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেক্ষেত্রে সাংবিধানিক নিয়ম অনুসারে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের ছয় মাসের মধ্যে অপর একটি কেন্দ্র থেকে উপনির্বাচনে জয়লাভ করে আসতে হবে তাঁকে। সেক্ষেত্রে এবার ভবানীপুরকেন্দ্র থেকে উপনির্বাচনে দাঁড়াতে চান মুখ্যমন্ত্রী। তাই দ্রুত সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করে কিছুটা ভারমুক্ত হতে চান তিনি।