নিজস্ব প্রতিনিধি, হাওড়া: ভোটের দিন সকালেই উলুবেড়িয়ায় এক বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার হল তার বাড়ি থেকে। ঘটনাটি প্রকাশ্যে আসতেই সেখানকার স্থানীয় বিজেপি কর্মীরা সেই বাড়ির আশেপাশে ভিড় করতে শুরু করে। যদিও এখনো ওই ব্যক্তির মৃত্যুর সঠিক কারণ জানা সম্ভব হয়নি। তবুও বিজেপি কর্মীরা এই ঘটনার জন্য তৃণমুলকেই দায়ী করছেন।
সূত্রের খবর অনুযায়ী ওই মৃত ব্যক্তি উলুবেড়িয়া পূর্বের শ্যামসুন্দর চকের বাসিন্দা। ওই ব্যক্তির নাম নন্দ নস্কর। ঐ ব্যাক্তি বহুদিন ধরেই ভারতীয় জনতা পার্টির একজন সক্রিয় কর্মী বলে বিজেপি সূত্রে খবর। গতকাল রাত্রেও তিনি দলের কাজে দলীয় কর্মীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছেন বলে খবর। কিন্তু সেই ঘটনার পর আজ কিভাবে ওই ব্যক্তির ঝুলন্ত দেহ নিজের বাড়ির বারান্দা থেকে উদ্ধার হল, সেই বিষয়ে এখনও ধন্দ কাটছে না।
সম্পূর্ণ ঘটনা নিয়ে তৃণমূলের দিকেই অভিযোগের আঙুল তুলেছে বিজেপি। স্থানীয় এক বিজেপি নেতার কথায়, “বহুদিন ধরেই বিজেপির সঙ্গে যুক্ত ছিলেন। সেই কারণে তৃণমূলের তরফে একাধিকবার হুমকি দেওয়া হয়েছিল নন্দকে। তা সত্ত্বেও দলের হয়ে কাজ করতেন। কীভাবে এই মৃত্যু জানি না। তবে ঘটনার পিছনে হাত থাকতে পারে তৃণমূলের।” যদিও তৃণমূলের পক্ষ থেকে এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করা হয়েছে। ঘটনার তদন্ত এখনো করছে পুলিশ, তারা আশা করছি খুব তাড়াতাড়িই তারা এই ঘটনার তদন্ত শেষ করতে সক্ষম হবে।