আগত ঘূর্ণিঝড় নিয়ে রাজ্যের প্রস্তুতি কেমন ?দেখে নিন । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 40 Second

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় “যশ”,রাত পোহালেই উপকূলে আছড়ে পড়বে ঘূর্ণিঝড়। আমফানের তাণ্ডবের পর শিক্ষা নিয়ে আগাম প্রস্তুত রাজ্য সরকার। সর্বশেষ আপডেট অনুসারে দীঘা থেকে যশের দূরত্ব ২৪০ কিলোমিটার। গত ৬ ঘন্টায় যশের গতিবেগ বৃদ্ধি পেয়ে হয়েছে ১৫ কিলোমিটার/ ঘন্টা। সর্বোচ্চ ১৮৫ কিমি বেগে কাল বেলা ১২টায় আছড়ে পড়বে বালেশ্বরের কাছে। পূর্ব মেদিনীপুরে সর্বোচ্চ গতি হতে পারে ঘণ্টায় ৯০ থেকে ১২০ কিমি, দঃ ২৪ পরগনায় ঘণ্টায় ৮০-৯০ কিমি।

ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফ থেকে বিভিন্ন জেলায় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যেই সর্বোচ্চ ক্ষয় ক্ষতির সম্ভাবনা রয়েছে দীঘা এবং সাগরদ্বীপ এলাকায়, সেক্ষেত্রে ইতিমধ্যেই দীঘায় এনডিআরএফ এবং এসডিআরএফের দল তৈরি করা হয়েছে রাজ্য সরকারের তরফে। মোতায়েন করা হয়েছে ভারতীয় নৌবাহিনীর একটি দল। বিভিন্ন নদীতে জল স্তর বৃদ্ধি পাওয়ার কারণে ইতিমধ্যেই রেড এলার্ট জারি করা হয়েছে। সেক্ষেত্রে বেশকিছু গ্রাম প্লাবিত হওয়ার কথা জানানো হয়েছে ইতিমধ্যেই।

নদী তীরবর্তী বাঁধের পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে পৌঁছান ভারপ্রাপ্ত আধিকারিকরা। এদিকে মহানগরীর বিধান নগর পৌরনিগমের ৩০ নম্বর ওয়ার্ডের খালপাড়ের দুটি বস্তির সাধারণ মানুষকে নিরাপত্তা দিতে এজি ব্লকের সাইক্লোন সেন্টারে নিয়ে যান কো-অর্ডিনেটর অনিতা মন্ডল। এদিকে যশের আগমনের কারণে আগামীকাল সকাল ৮.৩০ থেকে সন্ধে ৭.৪৫ পর্যন্ত বন্ধ থাকবে বিমানবন্দর। আগত ঘূর্ণিঝড়ের জেরে ইতিমধ্যেই বাতিল করা হয়েছে দক্ষিণ-পূর্ব রেল শাখায় একাধিক দূরপাল্লার ট্রেন। ঘূর্ণিঝড় যশের তাণ্ডবের কথা মাথায় রেখে আগামী দু’দিনের জন্য কলকাতা হাইকোর্টের সমস্ত শুনানি বাতিল করা হয়েছে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

'ইয়াস' পরিস্থিতিতে বাঁধ ভেঙ্গে প্লাবিত বেশ কিছু এলাকা । এম ভারত নিউজ

ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে যশের ল্যান্ডফল। উপকূলবর্তী এলাকায় চলছে ঘূর্ণিঝড় যশের তান্ডব। ইতিমধ্যেই ধামরাই ঘূর্ণি ঝড়ের তাণ্ডবে বিপর্যস্ত এলাকা, পাশাপাশি আর কয়েক ঘন্টার মধ্যেই পশ্চিমবঙ্গের দীঘা উপকূলবর্তী এলাকায় ধেয়ে আসতে চলেছে যশ। আর তার আগেই উপকূলবর্তী এলাকায় ঝড়ো হাওয়ার সঙ্গে ভারী বৃষ্টিপাত দেখতে পাওয়া গেছে। আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো […]

Subscribe US Now

error: Content Protected