জিতেন্দ্র তিওয়ারি: হাসপাতালে গেলেও রোগ অধরা, ফিরতে হল জেলেই। এম ভারত নিউজ

Mbharatuser

ওই জেলেই রয়েছেন নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়

0 0
Read Time:3 Minute, 18 Second

আপাতত প্রেসিডেন্সি জেলেই ঠাঁই হল কম্বলকাণ্ডে অভিযুক্ত জিতেন্দ্র তিওয়ারির। বৃহস্পতিবার রাতেই কলকাতার হাসপাতালে রেফার করা হয়েছিল বিজেপি নেতাকে। সূত্রের খবর, এসএসকেএম হাসপাতালের বহির্বিভাগে তাঁর শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছিল। সেখানে চিকিৎসকেরা জানান, জিতেন্দ্রকে ভর্তি করার প্রয়োজন নেই। তার পরেই প্রেসিডেন্সি জেলে পাঠানো হয়েছে তাঁকে। সূত্রের খবর, সেখান থেকেই চলবে চিকিৎসা। ওই জেলেই রয়েছেন নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

এদিকে আসানসোলের প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারি কলকাতায় আসার সময় চরম উত্তেজনা ছড়ায়। রাত দেড়টা নাগাদ কম্বলকাণ্ডে ধৃত বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারিকে নিয়ে অ্যাম্বুল্যান্স রওনা দেয় কলকাতায়। অ্যাম্বুল্যান্সে ওঠার আগেই হঠাৎ উত্তেজিত হয়ে পড়েন জিতেন্দ্র তিওয়ারি। চিৎকার করতে থাকেন তিনি। আর কর্তব্যরত পুলিশদের উদ্দেশে বলেন, ‘‌এতক্ষণ কী করছিলেন?‌ আমার এখানে কোনও চিকিৎসা হয়নি। এখানে ফেলে রাখা হয় আমাকে। চামচাবাজি করছেন টিএমসির।’‌

অন্যদিকে অ্যাম্বুল্যান্সে ওঠার পরও তিনি চিৎকার করতে থাকেন। আর বলেন, ‘‌আমার লোক যাবে সঙ্গে। আপনারা আমাকে মেরে ফেলতে চাইছেন।’‌ যদিও কড়া পুলিশি নিরাপত্তায় নিয়ে যাওয়া হয় তাঁকে এসএসকেএম হাসপাতালে। পেটের যন্ত্রণা–শ্বাসকষ্ট হচ্ছে বলে দাবি করেন জিতেন্দ্র। তখন আসানসোল সংশোধনাগার থেকে তাঁকে আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার তাঁকে নিয়ে আসা হয় বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে। তারপর সেখান থেকে এসএসকেএম হাসপাতালে। এসএসকেএম হাসপাতালে আড়াই ঘণ্টা তাঁর নানা শারীরিক পরীক্ষা–নিরীক্ষা চলে। তারপরও অবশ্য ভর্তি নেওয়া হয়নি তাঁকে। কারণ ভর্তি করার মতো কিছু ঘটেনি বলে হাসপাতাল থেকে জানানো হয়। অগত্যা তাঁকে পাঠানো হল প্রেসিডেন্সি জেলে।

আরও পড়ুন

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

অয়নের ১০০ কোটির সম্পত্তি! নজর বান্ধবীর ব্যাঙ্ক অ্যাকাউন্টেও। এম ভারত নিউজ

তদন্তকারীদের নজরে অয়নের বাবা ও ছেলের ব্যাঙ্ক অ্যাকাউন্টও

Subscribe US Now

error: Content Protected