নিজস্ব প্রতিনিধি, বীরভূম: শিয়রে বিধানসভা নির্বাচন। আর নির্বাচন যত এগিয়ে আসছে ততই বীরভূমের বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে প্রচারের পারদ চড়ছে।
সিউড়ি বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী মাননীয় বিকাশ রায় চৌধুরী মহাশয় আজ চিনপাই অঞ্চলের মুথাবেড়িয়া, সদাইপুর, বিশালপুর, কোমলপুর ও তাপাসপুর গ্রামে বাড়িতে-বাড়িতে প্রচারের মাধ্যমে জনসংযোগ স্থাপন করেন। প্রতিটি গ্রামের মহিলারা বিকাশবাবুকে চন্দনের ফোঁটা ও গলায় ফুলের মালা পরিয়ে শঙ্খধ্বনি ও উলুধ্বনির মাধ্যমে বরণ করে নেন। প্রচারে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অনেকেই আবার প্রার্থীর সঙ্গে সেলফিও তোলেন। প্রায় প্রতিটি গ্রামের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো।
এরূপ উন্মাদনা দেখে সিউড়ি বিধানসভা কেন্দ্রে জয়ের ব্যাপারে কার্যত নিশ্চিত বিকাশ রায়চৌধুরী। তবে বিগত কয়েকদিনে এই কেন্দ্রে প্রচারের ঝাঁঝ বাড়িয়েছে বিজেপিও। তাই লড়াই যে এখানে বেশ হাড্ডাহাড্ডি হতে চলেছে, একথা বলাই যায়।