বারাকপুরে বিজেপি নেতা মণীশ শুক্লা হত্যাকাণ্ডে নয়া মোড়। তলব করা হল বারাকপুর ও টিটাগড় পুরসভার ২ পুরপ্রশাসক উত্তম দাস ও প্রশান্ত চৌধুরীকে।
ইতিমধ্যে দুজনকে জেরা শুরু করেছে সিআইডি। বৃহস্পতিবার সকালে দুই পুর প্রশাসক হাজির হন বারাকপুর সুকান্ত সদন সংলগ্ন পুলিশের স্পেশাল ব্রাঞ্চ অফিসে। সেখানেই তাঁদের জেরা করেন তদন্তকারী অফিসাররা।
প্রসঙ্গত, চলতি মাসের ৮ অক্টোবর টিটাগড় থানার সামনে প্রকাশ্যে দুষ্কৃতীদের গুলিতে খুন হন বারাকপুরের বিজেপি নেতা মণীশ শুক্লা। এরপরই মনীশের বাবা ডা: সি এম শুক্লা দুই পুর প্রশাসক সহ ৯ জনের বিরুদ্ধে
লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতেই এদিন তাঁদের ডেকে পাঠায় সিআইডি। যদিও এদিন জেরা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তাঁরা জানান, তাঁরা নির্দোষ। পাশাপাশি সিআইডির ওপর পূর্ণ আস্থা রেখে তদন্তে সহযোগিতার আশ্বাস দেন দুজনেই। যদিও বারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং আগেই বলেছিলেন মণীশ হত্যায় তৃণমূল জড়িত। এখন দেখার কোনদিকে গড়ায় তদন্ত।
মণীশ শুক্লা হত্যাকাণ্ডে নয়া মোড়। এম ভারত নিউজ
Read Time:1 Minute, 42 Second