মহারাষ্ট্রে একটি অ্যাম্বুল্যান্সে করে সৎকারের জন্য পাঠানো হল ২২টি মৃতদেহ । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 35 Second

করোনার দাপটে মৃত্যু বাড়ছে দেশজুড়ে|বেড,ওষুধ,অক্সিজেনের হাহাকার হাসপাতাল গুলিতে| কিন্তু মারা গেলেও নিস্তার নেই!সৎকার করা বা মৃতদেহকে শ্মশানে নিয়ে যাওয়ার মত কেউ নেই| এমনই দৃশ্য দেখা গেল মহারাষ্ট্রে,হাসপাতালের একটি অ্যাম্বুল্যান্সে করে ২২টি মৃতদেহকে সৎকারের জন্য পাঠানো হল।এই ঘটনায় হকচকিয়ে গোটা দেশ, ঘটনা প্রসঙ্গে হাসপাতাল সুপার শিবাজি সুকরে স্বীকার করেছেন, ‘তাঁদের কাছে পর্যাপ্ত অ্যাম্বুল্যান্স ছিল না। তাই এই ব্যবস্থা।’ মহারাষ্ট্রে একমাত্র সরকারি হাসপাতালেই চিকিৎসা চলছে।ওই হাসপাতালে মৃতের সংখ্যা নেহাতই কম নয়, করোনা রোগীতে মর্গ স্তূপাকৃত|এই আশঙ্কাজনক পরিস্থিতিতে হাসপাতাল থেকে ২২ জন মৃতদেহকে সৎকারের জন্য একটি অ্যাম্বুলেন্সই পাঠানো হয়েছে|গাদাগাদি করে মৃতদেহ নিয়ে যাওয়ার ঘটনার পর হাসপাতাল সুপার জানান, “প্রথমবার যখন করোনা হয়, তখন আমাদের পাঁচটি অ্যাম্বুল্যান্স দেওয়া হয়েছিল। করোনার প্রকোপ খানিকটা কম হলে তিনটি অ্যাম্বুল্যান্স আমাদের থেকে তুলে নেওয়া হয়। ফলে দু’টি অ্যাম্বুল্যান্স দিয়েই আমরা পরিষেবা চালিয়ে যাচ্ছি।”এহেন ঘটনায় প্রশাসনের এক কর্তা জানিয়েছেন, “আমরা নিরুপায়। কারণ, প্রান্তিক এই জেলার ৫০ থেকে ৬০ কিলোমিটার দূরে একটি কোল্ডস্টোরেজ রয়েছে। যেখানে করোনায় মৃতদের দেহ রাখার ব্যবস্থা করা হয়েছে। আমরা খবর নিয়ে দেখেছি, সেই সময় ওই কোল্ডস্টোরেজও ভর্তি ছিল। তাই উপায় না দেখে আমরা একটা অ্যাম্বুল্যান্সেই ২২টি দেহ তুলে দেওয়ার সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি।” যদিও এরকম ঘটনায় প্রশাসনের দিকেই আঙ্গুল তুলছে সকলে, কিন্তু তারাও নিরুপায়|

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

কমিশনের চোখে ধুলো দিয়ে নিখোঁজ অনুব্রত, অবশেষে 'কেষ্ট' মিলল তারাপীঠে । এম ভারত নিউজ

তিন ঘন্টার লুকোচুরি। রুদ্ধশ্বাস খোঁজাখুঁজি। শেষে স্বস্তি কেন্দ্রীয় বাহিনী ও ম্যাজিস্ট্রেটের। তারাপীঠ মন্দিরে খোঁজ মিলল অনুব্রত মণ্ডলের। ফের কমিশনের নজরবন্দি বীরভূমের জেলা তৃণমূল সভাপতি। মঙ্গলবার বিকেলে ৫:৩০ নাগাদ বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মন্ডলকে নজরবন্দি করে নির্বাচন কমিশন। কিন্তু বুধবার নির্বাচন কমিশনের নজরদারি এড়িয়ে দুপুর ১২টা নাগাদ আচমকাই উধাও […]

Subscribe US Now

error: Content Protected