আসন্ন নির্বাচনের আগে ফের রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । আগামীকাল হলদিয়ায় আসছেন তিনি । নিজের কর্মসূচির কথা নিজেই ট্যুইট করে জানিয়েছেন তিনি । শুধু তাই নয় পশ্চিমবঙ্গে তাঁর রবিরারের কর্মসূচি সম্পর্কে বাংলায় বিস্তারিতভাবে টুইট করে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেই । রবিবার হলদিয়ায় একটি সরকারি অনুষ্ঠানে যোগ দেবেন মোদী । সেখান থেকে স্থানীয় হেলিপ্যাড মাঠে বিজেপির একটি প্রকাশ্য সভায় উপস্থিত থাকার কথাও রয়েছে । হলদিয়ায় বিপিসিএল-এর তৈরি এলপিজি আমদানি টার্মিনাল এবং প্রধানমন্ত্রী উর্জা গঙ্গা প্রকল্পের অন্তর্গত ধোবি – দুর্গাপুর প্রাকৃতিক গ্যাস পাইপলাইন বিভাগটি জাতির উদ্দেশে উৎসর্গ করবেন প্রধানমন্ত্রী । এছাড়াও উদ্বোধন করা হবে হলদিয়া পরিশোধনাগারের দ্বিতীয় ক্যাটালিটিক-আইসোডিওয়াকসিং ইউনিট । পাশাপাশি উদ্বোধন করা হবে ৪১ নম্বর জাতীয় সড়কে হলদিয়ার রানীচকে রেললাইনের ওপর ৪ লেনের উড়ালপুলও ।
এই সমস্ত কর্মসূচির কথা নিজেই বাংলায় ট্যুইট করে জানিয়েছেন মোদী । আসন্ন ভোটের আগে একই মাসে পর পর দু’বার বঙ্গ সফরে প্রধানমন্ত্রী । এরই মধ্যে বাংলার শাসক দল তৃণমূল থেকে বহু নেতা-কর্মীরা বিজেপিতে যোগ দিয়েছেন । আর এবার ঘুঁটি আরও ভালো ভাবে সাজাতে সবরকম ভাবে চেষ্টা চালাচ্ছে দুই দল । কোন সুযোগই হাতছাড়া করতে নারাজ দুই পক্ষ । অন্যদকে জানা গেছে, প্রধানমন্ত্রীর আগামীকালের সভায় থাকবেননা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।