ফের তৃণমূল সরকারের মুকুটে যুক্ত হল নতুন পালক। এবার ’স্টেট অফ দ্য স্টেটস’ অ্যাওয়ার্ডে রাজ্য সরকারকে ভূষিত করল সর্বভারতীয় মিডিয়া হাউস ‘ইন্ডিয়া টুডে’। সংবাদমাধ্যম সংস্থাটির তরফে পশ্চিমবঙ্গকে এই প্রেস্টিজিয়াস পুরস্কার প্রদানের প্রসঙ্গে জানানো হয়েছে, রাজ্যের একদম তৃণমূল স্তরে সমস্তরকম পরিষেবা পৌঁছে দেওয়া স্বীকৃতি হিসেবেই পশ্চিমবঙ্গকে এই পুরস্কার দেওয়া হচ্ছে। পশ্চিমবঙ্গ সরকারের নানান জনহিতকর পরিকল্পনা রাজ্যের শহর থেকে গ্রাম,- পুরোনো ছবিটাই বদলে দিয়েছে, এমন কথাও বলা হয়েছে ওই সংবাদমাধ্যমের তরফে।
এরকম সর্বভারতীয় সম্মান ও স্বীকৃতি লাভ করে স্বভাবতই অত্যন্ত খুশি মমতা বন্দ্যোপাধ্যায় তথা রাজ্য সরকার। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তরফে এই বিষয়টি জানিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে টুইটও করা হয়েছে। দুয়ারে সরকার, কন্যাশ্রী থেকে শুরু করে লক্ষীর ভাণ্ডার, সবুজ সাথী-সহ নানা জনহিতকর প্রকল্প রূপায়ণ করে বার বার গোটা দেশকেই অবাক করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন বাংলা। আর সেইসব প্রকল্পের সুযোগসুবিধা পেয়ে অনেকখানি উপকৃত হয়েছেন রাজ্যের নানা প্রান্তিক প্রান্তের মানুষরাও। রাজ্যের মেয়েদের স্বার্থে তৈরি কন্যাশ্রী প্রকল্প আগেই স্বীকৃতি লাভ করেছে রাষ্ট্রসংঘের মত আন্তর্জাতিক স্তরে। মমতার রূপায়িত এহেন জনকল্যাণমূলক প্রকল্পগুলি বারবার প্রশংসিত হয়েছে নানা মহলেই। এ বার তৃণমূল স্তরে বিভিন্ন পরিষেবা প্রদানের নিরিখে সর্বভারতীয় স্তরে দেশের সেরার শিরোপাও মিলে গেল রাজ্যের।