‘ইনফ্লুয়েন্সার’ শব্দটি বর্তমানে বিপণন জগতে বহুল প্রচলিত হয়ে দাঁড়িয়েছে । তবে এই শব্দটিই কি নিজের নামের সঙ্গে জড়াতে চলেছেন মহারাজ ? নয়া দিল্লির ফিরোজ শাহ কোটলায় সোমবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তাঁর যে ফ্রেম তৈরি হবে তা কি কোনোভাবে প্রভাবিত করছে বঙ্গ রাজনীতিকে ? ইতিমধ্যেই রাজ্যরাজনীতিতে শুরু হয়ে গেছে নানান জল্পনা।
বাহাদুর শাহ জাফর মার্গ এর অন্যতম সুন্দর কোটলাটি সযত্নে সাজিয়েছিলেন জেটলি নিজে। তারই তদারকিতে তৈরি হয়েছিল কোটলা। প্রয়াত ডিডিসিএ প্রেসিডেন্ট অরুণ জেটলির মূর্তি প্রতিষ্ঠা হবে এই কোটলায়। বিজেপি শিবিরে জেটলি -মোদি -শাহর বন্ধুত্ব ছিল সুবিদিত। আর এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হাত ধরেই তাঁর মূর্তি উদ্বোধন করা হবে ।

এবারে প্রশ্ন তবে কি সৌরভ গাঙ্গুলী রাজ্য বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হতে চলেছেন ?প্রশ্নের উত্তরে বিজেপি রাজ্য সভাপতি বলেছেন, তার জন্য অবশ্যই দলে যোগ দেওয়ার পাশাপাশি তাঁকে কর্মদক্ষতা বোঝাতে হবে নিজের কাজের মধ্যে দিয়ে ।
রবিবার হঠাৎ করেই সৌরভের রাজভবনে পৌঁছে যাওয়ার ঘটনা আরেকবার প্রশ্ন তোলে তাঁর বিজেপিতে যোগ দেওয়া নিয়ে। তবে কি তিনি সত্যিই বিজেপিতে যোগ দিচ্ছেন ? যদিও সাক্ষাৎ শেষ করে বাইরে বেরিয়ে রাজ্যপাল জাগদীপ ধনকার সাংবাদিকদের জানান, কেবলমাত্র সৌজন্য সাক্ষাতে এসেছিলেন তিনি এবং তাঁকে ইডেনে আসার আমন্ত্রণও জানিয়েছেন । এবার প্রশ্ন, দু’ঘণ্টা ধরে কেবলমাত্র ইডেনে আসার আমন্ত্রণই জানালেন মহারাজ, নাকি এর পেছন রয়েছে অন্য কোন ছবি ?