২০২১ এর বিধানসভা নির্বাচনে প্রার্থী হতে চান নন্দীগ্রাম থেকে ,ঘোষণা মমতা ব্যানার্জির। নন্দীগ্রাম তার কাছে লাকি, ২০১৬ সালে এখান থেকেই বিধায়ক পথে জয়লাভ করেছিলেন শুভেন্দু অধিকারী । যদিও আজ তিনি দলের সাথে নেই ,যোগ দিয়েছেন বিজেপিতে। তাই বিধায়ক হীন এই কেন্দ্রে নিজেই দাঁড়ানোর কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নন্দীগ্রামে প্রার্থী হবেন ঠিকই তাই বলে ভবানীপুর কেন্দ্র থেকে দাঁড়াবেন না এমনটা নয় ভবানীপুর কে নিজের বড় বোন এবং নন্দীগ্রামকে ছোট বোন বলে আখ্যা দিয়েছেন মুখ্যমন্ত্রী নিজে।
তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সোমবার পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম বিশাল জনসভার আয়োজন করা হয়, সেই জনসভায় মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই সভার আগে নন্দীগ্রাম ২ নম্বর ব্লকের আমদাবাদ ১ নম্বর অঞ্চল জুড়ে পড়েছে “মমতা ব্যানার্জি গো ব্যাক পোস্টার ” যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর, তবে কে বা কারা এই পোস্টটার দিয়েছে তা এখনো পর্যন্ত জানা যায় নি, রয়েছে এলাকায় চাপা উত্তেজনা।