বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন কংগ্রেস সাংসদ রাজেশ মিশ্র। এম ভারত নিউজ

admin

উত্তরপ্রদেশের বারাণসীর কংগ্রেস সাংসদ ছিলেন তিনি

0 0
Read Time:3 Minute, 56 Second

কংগ্রেসে ভাঙন অব্যহত। এবার কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিলেন কংগ্রেসের প্রাক্তন প্রবীণ সাংসদ। দলে সম্মান পাননি বলেই বিজেপিতে যোগ দিয়েছেন প্রবীণ নেতা রাজেশ মিশ্র বলে জানা গেছে। উত্তরপ্রদেশের বারাণসীর কংগ্রেস সাংসদ ছিলেন তিনি। প্রবীণ সাংসদের দলত্যাগে বড় ধাক্কা খেল কংগ্রেস বলেই মনে করছে রাজনৈতিক মহল। মিশ্রের দলত্যাগ আসন্ন লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশে ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রেও বড় ধাক্কা বলেই মনে করা হচ্ছে।

গত মঙ্গলবার কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন ৬২ বছর বয়সী প্রবীণ কংগ্রেস নেতা। গেরুয়া শিবিরে যোগ দিয়েই কংগ্রেস দলের বিরুদ্ধে সরব হন তিনি। দলে সম্মান না পাওয়ার অভিযোগও তোলেন রাজেশ মিশ্র। তিনি বলেন, “আমি টিকিট বা পদ কোনওটিই চাইনি। আমি শুধু দলের কাছে সম্মানটুকু চেয়েছিলাম, যেটা রাজনীতিতে প্রয়োজন। কিন্তু সেই সম্মান দল আমাকে দেয়নি।”

বিজেপিতে যোগদানের কারণ ব্যাখ্যা করে বারাণসীর প্রাক্তন সাংসদ বলেন, “দেশকে উন্নত করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাজ প্রশংসনীয়। আমি মোদিজিকে দেখেই বিজেপিতে যোগ দিয়েছি। মোদীজির কোনও তুলনাই হয় না।”

ছাত্র রাজনীতি দিয়েই রাজনৈতিক জীবন শুরু করেছিলেন রাজেশ মিশ্র। বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে ছাত্র নেতা হিসেবে প্রথম রাজনীতির আঙিনায় পা রাখেন তিনি। ১৯৮৪ সালে ছাত্র সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কথা ছিল তাঁর। কিন্তু ইউনিয়ন না থাকায় প্রতিদ্বন্দ্বিতা করতে পারেননি তিনক। ১৯৮৬ সালে নির্দল প্রার্থী হিসেবে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করে এমএলসি নির্বাচিত হয়েছিলেন। পরের বছর কংগ্রেসে যোগ দিয়েছিলেন মিশ্র।

২০০৪ সালে লোকসভা নির্বাচনে কংগ্রেসের টিকিটে বারাণসী থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি। ওই কেন্দ্রের তিনবারের বিজেপি সাংসদ শঙ্কর প্রসাদ জয়সওয়ালকে পরাজিতও করেছিলেন মিশ্র। ২০০৯ সালের লোকসভা নির্বাচনে বারাণসী কেন্দ্রে পরাজিত হন তিনি। ২০১৪ সালের নির্বাচনে তাঁকে আর টিকিট দেয়নি কংগ্রেস। ২০১৪-র লোকসভা নির্বাচনে মোদীর বিরুদ্ধে কংগ্রেস নেতা অজয় রাইকে প্রার্থী করে কংগ্রেস। এরপর থেকেই কংগ্রেসের সঙ্গে দূরত্ব বাড়িয়েছিলেন বর্ষীয়ান নেতা। উত্তরপ্রদেশে কংগ্রেসের রাজ্য সভাপতি করা হয় অজয় রাইকে। এরফলে গত বছর থেকেই দলের উপর ক্ষুব্ধ ছিলেন তিনি।

আরও পড়ুন

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

দিল্লিতে প্রথম হাত প্রতিস্থাপন, বৃদ্ধার দু'হাত জুড়ল ব্যক্তির শরীরে। এম ভারত নিউজ

প্রায় ১২ ঘণ্টার চেষ্টা চালিয়ে ১১ জন ডাক্তার মিলে এই অসাধ্য.....

Subscribe US Now

error: Content Protected