সর্বদলীয় বৈঠকের আগেই ভারতকে হুঁশিয়ারি পাকিস্তানের । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 20 Second

আগামী ২৪ শে জুন ডাকা সর্বদলীয় বৈঠকে জম্মু কাশ্মীরের রাজনৈতিক ব্যক্তিত্বদের আহ্বান জানানোর পরই হুঁশিয়ারি দিল পাকিস্তানের বিদেশমন্ত্রক। পাকিস্তানের বিদেশ মন্ত্রকের তরফ জানানো হয়েছে ভারতের তরফের নেওয়া এমন কোন পদক্ষেপ যা জম্মু-কাশ্মীরের বর্তমান গণতান্ত্রিক পরিকাঠামোর মধ্যে পরিবর্তনের চেষ্টা করে তাঁর বিরুদ্ধে রুখে দাঁড়াবে পাকিস্তান। মূলত পাকিস্তানের বিদেশ মন্ত্রকের তরফ থেকে ভারতকে আগামী দিনে কোন অবৈধ পদক্ষেপ নেওয়ার থেকে বিরত থাকার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

প্রসঙ্গত উল্লেখ্য আগামী বৃহস্পতিবার অর্থাৎ ২৪ জুন দিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনে একটি সর্বদলীয় বৈঠকের ঘোষণা করা হয়েছে। পাশাপাশি এই বৈঠকে জম্মু কাশ্মীরের প্রধান নেতৃত্ব সহ অন্যান্য নেতৃত্বদের আহ্বান জানানো হয়েছে । আর তারপরই পাকিস্তানের বিদেশ মন্ত্রকের তরফ থেকে এই হুঁশিয়ারি দেওয়া হয়েছে ভারতকে।

মূলত বিশেষজ্ঞদের ধারণা আগত সর্বদলীয় বৈঠকের দিনেই আগামী দিনে পাকিস্তানের নির্বাচন সম্পর্কিত রুপরেখা আঁকা হবে। আর সেই কারণেই জম্মু-কাশ্মীর থেকে নিজেদের অধিপত্য হারানোর কথা মাথায় রেখেই এই হুঁশিয়ারি দেওয়া হয়েছে পাকিস্তান সরকারের তরফে।দেশটির পররাষ্ট্রমন্ত্রী কুরেশি বলেছিলেন যে, পাকিস্তান ভারতের আগস্ট ৫, ২০১৮ সালের পদক্ষেপের তীব্র বিরোধিতা করে এবং একই বিষয়ে জাতিসংঘ সুরক্ষা কাউন্সিল সহ একাধিক আন্তর্জাতিক সম্মেলনে বক্তব্য রেখেছিল।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

ব্যাঙ্গালোরে শুরু হচ্ছে আনলক ২.০ । এম ভারত নিউজ

করোনা সংক্রমনের গ্রাফ নিম্নগামী হওয়ায় এবার শিথিল হচ্ছে কর্নাটকের ১৬ টি জেলার কার্যত লকডাউন। কর্ণাটক সরকারের তরফ থেকে ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে করোনা পরিস্থিতির বর্তমান অবস্থা বিবেচনা করেই, ব্যাঙ্গালোর সহ মোট ১৬ টি জেলায় আনলক ২.০শুরু করা হতে চলেছে আগামী সোমবার থেকে । কর্ণাটক সরকারের তরফ থেকে ইতিমধ্যেই ঘোষণা করা […]

Subscribe US Now

error: Content Protected