রাজ্যে ভয়াবহ আকার নিয়েছে করোনা সংক্রমন। দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় বেসামাল রাজ্য। সেই সঙ্গে পাল্লা দিয়ে বেড়েই চলেছে অক্সিজেন সংকট। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে রাজ্যে অক্সিজেন সংকট মেটাতে বেসরকারী সংস্থার সঙ্গে হাতে হাত রেখে অক্সিজেন পার্লার উদ্বোধন করল স্বাস্থ্য দপ্তর। ২৫বেডের নতুন এই অক্সিজেন পার্লার শুরু হতে চলেছে আলিপুরের উত্তীর্ন ভবনে। রাজ্যে মাত্রাছাড়া করোনা সংক্রমনের দিকে চোখ রেখে তা প্রতিহত করতে যে সমস্ত রোগীদের অবস্থা সংকটজনক নয় তাঁদের রাখার জন্য আগেই সেফ হোম এবং কোয়ারেন্টাইন সেন্টার তৈরি করেছে রাজ্যের স্বাস্থ দপ্তর। এবার করোনা মোকাবিলায় আরেক ধাপ এগিয়ে উদ্বোধন করা হল অক্সিজেন পার্লারও। এই সমস্ত পরিসেবাগুলিতে বেড বাড়ানোর কথাও এখন ভাবছে রাজ্য সরকার।
তবে এবার সরকারি প্রতিষ্ঠানে রোগীরা থাকলেও তাঁদের অক্সিজেন সরবরাহ করবে বেসরকারী সংস্থা। স্বাস্থ্য দফতর, পুরসভা ও লায়ন্স ক্লাবের সমন্বয়ে গঠিত এই অক্সিজেন পার্লারের সমস্তা ব্যবস্থা ভালো করে খতিয়ে দেখেন রাজ্যের বিদায়ী মন্ত্রী তথা মেয়র ফিরহাদ হাকিম। তিনি বলেন, ‘আগামী সোমবার থেকেই এই অক্সিজেন পার্লার চালু হয়ে যাবে। প্রথমে ২৫ বেড নিয়ে শুরু হলেও, আগামী ১৫ ই মে’র মধ্যে বাকি কাজ শেষ করার দায়িত্বে রয়েছে পুরসভা”। প্রসঙ্গত আলিপুরের উত্তীর্ণ ভবনের ৩ও ৪ তলায় পুরসভা ও স্বাস্থ্য দপ্তরের দুটি সেফ হোম আগে থেকেই ছিল। এবার সেই একই ভবনে ২৫ বেডের অক্সিজেন পার্লার খোলা হলেও পরে বেডের সংখ্যা বাড়িয়ে ২০০ করা হবে বলেই স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর।