0
0
Read Time:1 Minute, 26 Second
যুবতীকে হত্যার অভিযোগ বন্ধুর বিরুদ্ধে । গতকাল দুপুরে ২৪ বছরের চুমকি ঘোষ তাঁর বন্ধু অমিত ঘোষের সঙ্গে নিউটাউন এর একটি হোটেলে আসেন । সেদিন সন্ধ্যা ৭ টা নাগাদ ঘর ছেড়ে দেওয়ারও কথা ছিল তাঁদের । কিন্তু সময় পেরিয়ে যাওয়ার পরেও তাঁরা বাইরে না এলে হোটেলের লোক গিয়ে ডাকাডাকি করায় কোন সাড়া শব্দ মেলেনি । তখনই সন্দেহের বসে অন্য একটি চাবি দিয়ে দরজা খুললে দেখা যায় যুবতীর রক্তাক্ত দেহ উলঙ্গ অবস্থায় চাদরে মুড়িয়ে পড়ে আছে । এরপর হোটেল কর্তৃপক্ষই টেকনো সিটি থানায় খবর দিলে পুলিশ এসে রক্তাক্ত দেহ উদ্ধার করে । হোটেল কর্মী জানিয়েছেন তাঁরা দুজনেই মেদিনীপুরের বাসিন্দা । পুলিশ সূত্রে জানানো হয়েছে, নিজেদের মধ্যে ঝামেলার জন্যই অমিত এই খুন করেছে । মুখে মদের বোতল দিয়ে আঘাত করা হয়েছে । সারা শরীরেও একাধিক জায়গায় রয়েছে আঘাতের চিহ্ন । অভিযুক্ত যুবকের খোঁজে পুলিশ ।