‘এটা মানুষের জয়’, শুভেচ্ছা জানিয়ে টুইট মমতার। এম ভারত নিউজ

Mbharatuser
0 0
Read Time:1 Minute, 54 Second

দিনহাটা ছাড়া বাকি তিন উপনির্বাচন কেন্দ্রের ফলাফল এখনও ঘোষণা হয়নি। কিন্তু বাড়ছে ভোটের ব্যবধান। দিনহাটায় ১ লক্ষ ৬৩ হাজার ০৭ ভোটে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী উদয়ন গুহ। ওই কেন্দ্রে যথেষ্ট পিছিয়ে বিজেপি। অন্যান্য কেন্দ্রেও লাফিয়ে লাফিয়ে নিজেদের জয়ের ব্যবধান বাড়াচ্ছেন তৃণমূল প্রার্থীরা। দিনহাটার পাশাপাশি গোসাবা কেন্দ্রেও এই মুহূর্তে প্রথম স্থানে থাকা তৃণমূলের সঙ্গে দ্বিতীয় স্থানের মধ্যে ব্যবধান এক লাখ ভোটেরও বেশী।

সর্বমোট চার কেন্দ্রে জয় এখন শুধুই সময়ের অপেক্ষা। কিন্তু জয় আসার পূর্বেই এল দলীয় নেত্রীর শুভেচ্ছাবার্তা। চার কেন্দ্রে জয়ী হওয়ার আগেই গণনার পূর্বাভাস দেখে টুইট করে শুভেচ্ছা জানিয়ে ফেললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লিখেছেন, ‘আমি চার জয়ী প্রার্থীকেই অভিনন্দন জানাচ্ছি। এটা মানুষের জয়। কারণ বাংলার মানুষ ঘৃণা এবং মিথ্যার রাজনীতির বিরুদ্ধে উন্নয়ন ও একতাকে বেছে নিয়েছেন। আমরা বাংলাকে ভিন্ন উচ্চতায় নিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ।’ দলীয় নেত্রীর এই শুভেচ্ছাবার্তা আসার পরেই সবুজ আবিরে কার্যত উৎসবে মেতেছে দলের সমর্থকরা।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

বেআইনি বাজির লেনদেন , দুর্গাপুরে ধৃত ৩। এম ভারত নিউজ

আসন্ন কালীপুজো, ছট পুজো ও গুরু পূর্ণিমায় শব্দবাজি ও পরিবেশদূষক বাজি নিষিদ্ধ করেছে কলকাতা হাইকোর্ট। কিন্তু এরইমধ্যে গোপনে চলছে নিষিদ্ধ বাজি বিক্রির রমরমা কারবার। এবার পশ্চিম বর্ধমানের দুর্গাপুর শিল্পাঞ্চলের বিভিন্ন প্রান্তে অভিযান চালিয়ে ৪ লক্ষ টাকার নিষিদ্ধ বাজি বাজেয়াপ্ত করল পুলিশ। এই ঘটনার গ্রেফতার করা হয়েছে ৩ জনকে। জানা যাচ্ছে, […]

Subscribe US Now

error: Content Protected