বিজেপি ওয়াশিং পাউডার, নন্দীগ্রামে বললেন মমতা । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 39 Second

নাম না করে নন্দীগ্রামের জনসভা থেকে শুভেন্দুকে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। নন্দীগ্রামের তেখালির বিশাল জনসভা থেকে তাঁর মন্তব্য, ‘‘রাজনীতিতে একদল ভোগী। একদল ত্যাগী। যারা ত্যাগ করতে জানে, তারা মায়ের কোল, আম্মার কোল ছাড়ে না। হাজার মার মারলেও তারা প্রতিবাদ করবে।’’ এদিন বিজেপিকে বিঁধতে গিয়ে মমতা বলেন, ‘‘বিজেপি বলছে, টিএমসি করলে জেলে। নয়তো ঘরে। অর্থাৎ, বিজেপি করলে সব কালো সাদা হয়ে যাবে। এরপরই বিজেপিকে ওয়াশিং পাউডার বলে কটাক্ষ করেন তিনি। একইসঙ্গে বলেন, যারা গিয়েছো, তারা যাও। তোমরা প্রধানমন্ত্রী হও। তোমরা রাষ্ট্রপতি হও। কিন্তু আমি বেঁচে থাকতে বাংলাকে বিক্রি হতে দেব না। পাশাপাশি বলেন, আমায় কেউ চোর বলতে পারে। খারাপ কথা বলতে পারে। আমি কারও সম্পর্কে একটাও খারাপ কথা বলব না। বরং বলব তোমরা ভালো থাক। শতাধিক আয়ু হোক তোমাদের।

এদিন নন্দীগ্রাম থেকেই একুশের নির্বাচনে ওই জায়গা থেকে প্রার্থী হওয়ার কথা ঘোষণা করেন তিনি। একইসঙ্গে বলেন, ভবানীপুর অর্থাৎ যেখানে এতদিন ভোটে লড়েছেন, সেখানেও তিনি প্রার্থী হবেন। বলেন, নন্দীগ্রামের সঙ্গে তাঁর ‘আত্মার টান’ রয়েছে। বক্তৃতা করতে করতেই এদিন মমতা জানিয়ে দেন, নন্দীগ্রামকে তিনি কতটা চেনেন। কোথায় কোন দোকানে কী পাওয়া যায়, সে হদিশও দেন। তাঁর কথায়, তেখালি বলুন, সোনাচুড়া বলুন, সারা নন্দীগ্রামে যতগুলো জায়গা আছে, নন্দীগ্রামে কোথায় হ্যালেঞ্চা বড়া পাওয়া যায়, আমি সেই দোকানটাও চিনি।

এদিন মমতা বলেন, ‘‘কী করে ভুলব রক্তস্নাত সেই দিনগুলোর কথা। আজ তো নন্দীগ্রাম অনেক উন্নত হয়েছে। কিসান মাণ্ডি হয়েছে। কর্মতীর্থ হয়েছে। কলেজ হয়েছে। মাল্টি সুপার স্পেশ্যালিটি হাসপাতাল হয়েছে। অনেক কিছুই হয়েছে।’’

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

বিজেপির দলীয় কার্যালয়ে হামলা । এম ভারত নিউজ

নির্বাচন যত এগিয়ে আসছে ততই পাল্টাচ্ছে পূর্ব মেদিনীপুরের রাজনৈতিক সমীকরণ। কখন একদল থেকে আরেক দলে ঝাঁপাচ্ছে নেতা থেকে কর্মীরা। আবার কখনও রাজনৈতিক হিংসায় নাম লেখাচ্ছে শাসক থেকে বিরোধীরা। এমনই এক রাজনৈতিক হিংসার ঘটনা ঘটল দিঘায়। নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সভার কয়েকঘণ্টা আগে বিজেপির দলীয় কার্যালয়ে হামলা ও […]

You May Like

Subscribe US Now

error: Content Protected