পশ্চিমবঙ্গে ভোট মানেই মুখে সবাই উৎসব বললেও কাজে মোটেই তা নয়। গত লোকসভা নির্বাচন তা সচক্ষে দেখেছে রাজ্যবাসী। তবে এ ঘটনা নতুন কিছু নয়, ভোটের সঙ্গে অঙ্গাঙ্গিকভাবে জড়িত রাজনৈতিক হিংসা। যার জেরে প্রতি ভোটেই প্রাণ যায় অনেক নীচু তলার নেতা-কর্মীরা। অনেক সময় ঝামেলার মধ্যে পড়ে মৃত্যু হয় সাধারণ মানুষেরও। এবার একুশের ভোটে যাতে সেসব রাজনৈতিক বিশৃঙ্খলা না হয় তার জন্য পূর্বমেদিনীপুরে হয়ে গেল বিশেষ প্রশিক্ষণ শিবির।
কিভাবে সামাল দিতে হবে বিশৃঙ্খল পরিস্থিতি, বন্দুক ছাড়া রবার বুলেট, কাঁদানে গ্যাস ব্যবহার করে কীভাবে পরিস্থিতি মোকাবিলা করতে হবে, মঙ্গলবার সেসব শেখানো হয়। এদিন পাঁশকুড়া থানার পাঁশকুড়া বনমালী কলেজে ময়দানে জেলা ব্যাপী সমস্ত অফিসার ও পুলিশ কর্মীদের নিয়ে এক দিনের বিশেষ প্রশিক্ষণ শিবির করা হয়। এসডিপিও তমলুক অতিস বিশ্বাসের নেতৃত্বে এই প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন সিআই নন্দকুমার, সিআই তমলুক, তমলুক মহকুমার সমস্ত ওসি সহ অফিসাররা। মূলত রাজনৈতিক বিশৃঙ্খলার মধ্যে এলাকার সাধারণ মানুষকে সুরক্ষা রাখার লক্ষ্যে রাজ্য প্রশাসনের এই উদ্যোগ।