সদ্য বিজেপিতে যোগ দিয়ে কেন্দ্রে ও রাজ্যে একই দলের সরকারের দাবি তুললেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। শনিবার মহিষাদলে এক জনসভায় এই প্রসঙ্গে তিনি বলেন, পশ্চিমবঙ্গের যা অর্থনৈ্তিক অবস্থা, তাতে রাজ্য ও কেন্দ্রে একই দলের সরকার চাই। সেই কারণে আমি বিজেপিতে গিয়েছি।নাহলে রাজ্যে শিল্পও হবে না। বেকার সমস্যার সমাধান হবে না। তিনি আরও বলেন, কেন্দ্র কৃষক সম্মান নিধি প্রকল্প চালু করেছে। অন্যান্য রাজ্যে্র কৃষকরা সেই সুবিধা পেয়েছে। কিন্তু রাজ্যের ৭৩ লক্ষ কৃষক সেই সুবিধা থেকে বঞ্চিত হয়েছে।

এদিন শুভেন্দু বলেন বিজেপির সঙ্গে আমার ‘ডিল’ হয়েছে, প্রত্যেক বছরে স্কুল সার্ভিস, কলেজ সার্ভিস পরীক্ষা হবে। যোগ্যতা অনুযায়ী বেকারদের নিয়োগ করা হবে। প্রসঙ্গত তৃণমূল নেতারা শুভেন্দুকে আক্রমণ করতে গিয়ে বারবার অভিযোগ তুলেছেন বিজেপির সঙ্গে তাঁর ডিল হয়েছে।
এদিনও নাম না করে অভিষেককে কটাক্ষ করেন শুভেন্দু। তিনি বলেন, তোলাবাজ ভাইপো হটাও বলেছি। খুব গায়ে লেগেছে। পাশাপাশি রাজ্য সরকারের স্বাস্থ্যসাথী প্রকল্প প্রসঙ্গে বলেন, ভারতে সব জায়গায় আয়ুষ্মান ভারত চলে। তিন কোটির বেশি লোকের স্বাস্থ্যসাথী ছিল। একইসঙ্গে কটাক্ষ করে বলেন, সাড়ে ন’বছর পর যমের দুয়ারে সরকার গিয়েছে। ভোটের আগে একটা কার্ড দেবে। সেটা ‘ঢপের চপ’। অভিষেকের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন, ভাইপোর পুলিশরা ফোন ট্যাপ করছে। এই অত্যাচার চলবে না। নির্বাচন কমিশনের আদর্শ আচরণবিধি চালু হতে দিন।