0
0
Read Time:1 Minute, 33 Second
রাজ্যে দিন-দিন আরও ভয়াবহ আকার ধারণ করছে ডেঙ্গি সংক্রমণ । ডেঙ্গি ঠেকাতে তাই এবার রাজ্যের কড়া পদক্ষেপ । স্বাস্থ দফতরের তরফে জারি হল ১৪ দফা অ্যাডভাইজারি । যেখানে রাজ্যের সমস্ত মেডিকেল কলেজ-হাসপাতালকে এই অ্যাডভাইজারি দেওয়া হয়েছে । এমনকি নার্সদের দায়িত্ব নিয়েই বিশেষ নিরদেশিকা জারি করা হয়েছে । যাতে ডেঙ্গি পেসেন্টদের চিকিৎসা সংক্রান্ত বিশেষ চার্ট ফলো করার কথা বলা হয়েছে। প্রত্যেক হাসপাতালকে বলা হয়েছে, ২৪ ঘন্টা ব্যাপী ল্যাব সার্ভিস চালু রাখতে যাতে পরীক্ষার দিনই রিপোর্ট পাওয়া যায় ।
নির্দেশ দেওয়া হয়েছে প্রত্যেক হাসপাতালেই যাতে একজন করে অ্যাসিস্ট্যান্ট লেভেলের আধকারিক থাকেন । এছাড়াও হাসপাতাল চত্বর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, ব্লাড এভেলেবেলিটির বিষয়ে খেয়াল রাখা এবং সমস্ত রোগীরা যাতে সঠিক চিকিৎসা পান সেই বিষয়ে নজর রাখার কথাও বলা হয়েছে এই অ্যাডভাইজারিতে ।