শুভেন্দু অধিকারীর দলবদলের পর প্রথমবার অধিকারী গড়ে সভা করতে চলেছেন তৃণমূল যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই বিভিন্ন জনসভা থেকে নাম না করে অভিষেককে ভাইপো সম্বোধন করে তোলাবাজ বলে আক্রমণ করে গিয়েছেন শুভেন্দু। পাল্টা সুর চড়িয়েছেন অভিষেকও। এবার অধিকারী গড়ে জনসভা করতে চলেছেন ডায়মন্ড হারবারের সাংসদ। আজ কাঁথি লোকসভা কেন্দ্রের দোইসাইতে সভা করবেন তিনি।

অধিকারী গড়ে পা রাখবেন অভিষেক। ইতিমধ্যেই সভামঞ্চের প্রস্তুতিও শেষ হয়ে গিয়েছে। ইতিমধ্যেই জেলার বিভিন্ন প্রান্ত থেকে তৃণমূল কর্মী সমর্থকরা সভাস্থলের আশেপাশে ভিড় জমাচ্ছেন। সভাকে ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে।একে তো দীর্ঘ ৬ বছর পর অধিকারী গড়ে সভা করতে চলেছেন যুব তৃণমূল সভাপতি। তারওপর আবার সেই অধিকারী গড়েই তৃণমূলের ভিত নড়ে গিয়েছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কর্মীরা মনোবল চাঙ্গা করতে কী বার্তা দেন যুব তৃণমূলের সভাপতি। সেদিকেই তাকিয়ে সব মহল।