ভোটের দিন টাকা বিলি করার অভিযোগ উঠল সায়ন্তিকার বিরুদ্ধে । এম ভারত নিউজ

user
0 0
Read Time:3 Minute, 21 Second

ভোটের ময়দানে নতুন হলেও লড়াই করতে নেমে এক ইঞ্চি জমিও ছাড়তে রাজি নন তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। আজ দ্বিতীয় দফার ভোটে তার কেন্দ্র বাঁকুড়ার ভোট। সকাল থেকেই বিভিন্ন বুথে ঘুরে ঘুরে তদারক করছেন তিনি। শি তদারক করতে গিয়েই ইভিএম খারাপের অভিযোগে সরব হয়েছেন সায়ন্তিকা। বাঁকুড়ার একাধিক বুথে যেমন রামপুরে ১০৬, ১০৭ ও বাঁকুড়া বিধাসভায় মিউনিসিপ্যাল কেন্দ্রে ১১৫ ও ১১৯ নম্বর বুথে ইভিএম খারাপের জন্য অসন্তোষ প্রকাশ করেন অভিনেত্রী। আজ এই বুথগুলিতে ইভিএম খারাপ হওয়ার জন্য দেরিতে শুরু হয় ভোট গ্রহণ প্রক্রিয়া। এই ঘটনার পিছনে চক্রান্ত আছে বলে বিজিবির বিরুদ্ধে অভিযোগ করেন সায়ন্তিকা।

বাঁকুড়াতে যেসব কেন্দ্রে তৃণমূলের শক্ত ঘাঁটি রয়েছে সেখানেই ভোটে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ তোলেন তিনি। সংবাদমাধ্যমের তরফে সায়ন্তিকাকে জিজ্ঞাসা করা হয়,” টেকনিক্যাল সমস্যা হতে পারে?” সায়ন্তিকা পাল্টা জানান, “এতটা মিলে যায় কীভাবে? যে বুথগুলিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় নিশ্চিত সেখানেই ইভিএম খারাপ করে দেওয়া হচ্ছে”। টুইটারেও ক্ষোভ প্রকাশ করে সায়ন্তিকা লেখেন “বার বার বলা সত্ত্বেও কেউই বিষয়টিতে হস্তক্ষেপ করছেন না। তবে আমরা ভয় পাইনা। যারা ভোট না দিতে পেরে চলে গিয়েছেন তারা আবার ফিরে আসবেন, দিদির জন্য ফিরে আসবেন, মা মাটি মানুষের জন্য ফিরে আসবেন”

অন্যদিকে আবার বাঁকুড়ায় সায়ন্তিকার বিরুদ্ধে ভোটারদের টাকা বিলি করার অভিযোগ এনে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয় বিজেপি। বিজেপির পক্ষ থেকে বলা হয়েছে, “ভোটের সময় টাকা বিলি করছেন। এতদিন কী করছিলেন? নির্বাচনী বিধি লঙ্ঘন করেছেন। আমরা নির্বাচনী আধিকারিকদের জানাব।”

জানা যাচ্ছে, একটি মন্দিরে গিয়ে দু:স্থ মানুষদের টাকা দেন সায়ন্তিকা। ভোটের দিন কেন টাকা দিলেন তিনি, এ নিয়েই প্রশ্ন উঠেছে।

এই ঘটনা প্রসঙ্গে সায়ন্তিকা জানান, “মন্দিরে গিয়ে ১০১ টাকা প্রণামী বাক্সে দেওয়ার বদলে যদি গরিব মানুষদের দিই, তাঁরা যদি আমায় আশীর্বাদ করেন তাহলে ক্ষতি কী! এটা নিয়ে সমস্যা কোথায়? মন্দিরে পুজো দিলে প্রণামী বাক্সে তো টাকা দেন সকলে।”

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

বৃদ্ধাকে ভোটদান কেন্দ্রের পৌঁছোতে সহায়তা কেন্দ্রীয় বাহিনীর । এম ভারত নিউজ

নিজস্ব প্রতিনিধি, পূর্ব মেদিনীপুর : ইতিমধ্যেই পূর্ব মেদিনীপুর জেলার ৯ টি বিধানসভা কেন্দ্রে দ্বিতীয় দফায় ভোটপর্ব শুরু হয়ে গেছে । রাজ্যের দ্বিতীয় দফা ভোট । রাজ্যের চারটি জেলা পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া ও দক্ষিণ ২৪ পরগনার ৩০ টি কেন্দ্রে ভোট দেবেন লক্ষাধিক মানুষ। আজই মলুক বিধানসভা কেন্দ্রের শান্তিপুর বোর্ড […]

Subscribe US Now

error: Content Protected