1
0
Read Time:1 Minute, 9 Second
মাছ ধরতে নেমে পুকুর থেকে উদ্ধার হল ১১ টি রেশন কার্ড। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের নন্দকুমারের বরগোদাগোদা গ্রামে। শনিবার সকালে নাসিখালে মাছ ধরতে নামে স্থানীয় কিছু শিশু। তারাই রেশন কার্ডগুলি জল থেকে তুলে আনে। এরপরই গ্রামবাসীদের নজরে আসে বিষয়টি।
জানা গেছে, উদ্ধার হওয়া রেশন কার্ডগুলি ওই এলাকার বাসিন্দাদের। কার্ডগুলি এলাকার ৫ টি পরিবারের। গ্রামবাসী রাজু মাইতির অভিযোগ, স্থানীয়রা প্রায় পাঁচ বছর আগে রেশন কার্ডের জন্য আবেদন করে ছিল। তবে সেই কার্ড হাতে না এসে খালে কিভাবে এলো সেই বিষয়ে আগে তদন্তের দাবি তুলেছেন তিনি। ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ। এদিকে, খবর চাউর হতেই ঘটনাস্থলে ভিড় জমায় বহু মানুষ।