সোমবার মেদিনীপুরে জনসভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে রবিবার সন্ধ্যায় সড়কপথে মেদিনীপুর পৌঁছলেন তিনি। এদিন রাত্রিবাস করবেন মেদিনীপুর সার্কিট হাউসে। ওইদিনের বৈঠকে দুই মেদিনীপুরের সকল বিধায়ককে উপস্থিত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে দলের তরফে। অন্যদিকে, মুখ্যমন্ত্রীর সভা উপলক্ষে জেলাজুড়ে চারদিকে সাজ সাজ রব। গোটা মেদিনীপুর শহরটা কার্যত মুড়ে দেওয়া হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পোস্টারে। সেই পোস্টারে কোথাও লেখা, ‘মমতার সাথে মেদিনীপুর।’ রাস্তায় করা হয়েছে তোরণও।

প্রসঙ্গত, শুভেন্দু অধিকারী মন্ত্রিত্ব থেকে ইস্তফা দেওয়ার সঙ্গে সঙ্গেই বৈঠকে বসে তৃণমূল নেতৃত্ব। সেই বৈঠকেই স্থির হয় একুশের নির্বাচন উপলক্ষে জেলা সফর শুরু করবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর প্রথম সভাস্থল হিসেবে বেছে নেওয়া হয় মেদিনীপুরকে। উল্লেখ্য মমতার সভার ঠিক আগের দিন অর্থাৎ রবিবার পূর্ব মেদিনীপুরেই সাংবাদিক বৈঠক করার কথা ছিল শুভেন্দু অধিকারীর। অথচ পরে কোন কারণ ছাড়াই তা বাতিল হয়ে যায়। যদিও এপ্রসঙ্গে শুভেন্দু ঘনিষ্ঠ তৃণমূল নেতা কণিষ্ক পণ্ডার দাবি, প্রেস বিজ্ঞপ্তি নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। পাল্টা তাঁর অভিযোগ, দল বিরোধী কাজ করছেন মমতা বন্দ্যোপাধ্যায় সহ ফিরহাদ হাকিম ও কল্যাণ বন্দ্যোপাধ্যায়রা। এসবের মধ্যে সোমবার মেদিনীপুরের মাটিতে দাঁড়িয়ে কী বার্তা দেন মুখ্যমন্ত্রী, সেদিকেই তাকিয়ে প্রত্যেকে।