বঙ্গ সফরে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, রয়েছে একাধিক কর্মসূচি। এম ভারত নিউজ

Mbharatuser

সংবর্ধনা অনুষ্ঠানের আগে রাষ্ট্রপতি যাবেন এলগিন রোডে নেতাজি সুভাষচন্দ্র বসুর বাসস্থান নেতাজি ভবনে

0 0
Read Time:2 Minute, 47 Second

দুদিনের বঙ্গ সফরে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। দেশের রাষ্ট্রপতি পদে বসার পর এই প্রথম পশ্চিমবঙ্গ সফরে আসছেন তিনি। আজ সকালে কলকাতা বিমানবন্দরে নামবেন রাষ্ট্রপতি। নবান্ন সূত্রে খবর, সোমবার বিকেলেই রাজ্য সরকারের তরফে রাষ্ট্রপতিকে নাগরিক সংবর্ধনা দেওয়ার কথা। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ওই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হবে। সেই অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও।

সংবর্ধনা অনুষ্ঠানের আগে রাষ্ট্রপতি যাবেন এলগিন রোডে নেতাজি সুভাষচন্দ্র বসুর বাসস্থান নেতাজি ভবনে। সেখানে নেতাজির স্মৃতিবিজড়িত স্থান পরিদর্শন করবেন। সেখান থেকে জোড়াসাঁকোয় যাবেন তিনি। ঘুরে দেখবেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান ঠাকুরবাড়ি। রাজভবনে নৈশভোজ সারবেন। উপস্থিত থাকার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও। রাজভবনেই রাত্রিবাস করবেন রাষ্ট্রপতি। সফরসূচি অনুযায়ী পর দিন ২৮ মার্চ সকালে বেলুড়মঠে যাবেন। সেখান থেকে শান্তিনিকেতনে যাবেন তিনি। কলকাতায় একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা তাঁর।

রাষ্ট্রপতির সফরের জন্য ইতিমধ্যেই শহরের নিরাপত্তা আঁটসাঁট করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, শনিবার থেকেই জায়গায় পুলিশি টলহদারি চলছে। জোরদার করা হয়েছে শহরের নিরাপত্তা। কলকাতা সফর সেরে রাষ্ট্রপতির যাওয়ার কথা শান্তিনিকেতনে। জেলা প্রশাসন সূত্রে খবর, মঙ্গলবার শান্তিনিকেতনের বিনয় ভবন সংলগ্ন কুমিরডাঙা মাঠে রাষ্ট্রপতির হেলিকপ্টার অবতরণ করার কথা। সেখান থেকে বিশ্বভারতীর রবীন্দ্র ভবন, কলা ভবন, আশ্রম প্রাঙ্গণ ঘুরে দুপুরে আম্রকুঞ্জের জহরবেদিতে বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা দ্রৌপদীর। সেই অনুষ্ঠানে থাকার কথা রাজ্যপাল সিভি আনন্দ বোসেরও।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

পঞ্চায়েত ভোটের আগে কেন্দ্রের সঙ্গে বৈঠকে শুভেন্দু, জল্পনা তুঙ্গে। এম ভারত নিউজ

দিল্লি থেকে সাংবাদিক বৈঠক করে একগুচ্ছ অভিযোগ জানালেন লকেট চট্টোপাধ্যায়, সৌমিত্র খাঁ ও শুভেন্দু অধিকারীরা

You May Like

Subscribe US Now

error: Content Protected