কেকের পোশাক বানিয়ে ওয়ার্ল্ড রেকর্ড সুইজারল্যান্ডের এক মহিলার। এম ভারত নিউজ

admin

জন্মদিন হোক কিংবা অন্য কোনও অনুষ্ঠান কেক সবেতেই চাই। ভ্যানিলা, চকোলেট কিংবা রকমারি কেকের স্বাদ আট থেকে আশি সকলেরই প্রিয়।

0 0
Read Time:2 Minute, 50 Second

জন্মদিন হোক কিংবা অন্য কোনও অনুষ্ঠান কেক সবেতেই চাই। ভ্যানিলা, চকোলেট কিংবা রকমারি কেকের স্বাদ আট থেকে আশি সকলেরই প্রিয়। কাস্টমাইসড কেকের মধ্যে মানুষের মুখ, ফল, কম্পিউটার, লিপস্টিক তো অনেক দেখলেন, কেকের পোশাক কখনও দেখেছেন! অবিশ্বাস্য হলেও সুইজারল্যান্ডের এক বেকার এমনই এক কেকের পোষাক তৈরি করে সকলকে তাক লাগিয়ে দিয়েছেন। যা পোষাক হিসাবে পরাও যাবে, আবার কেক হিসাবে খেতেও পারবেন। বিয়ের পোষাকের মতো দেখতে বিশ্বের সবচেয়ে বড় অভিনব কেকটি স্বীকৃতি পেয়েছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডেও।

নাতাশা কোলিন কিম ফাহ লি ফোকাস নামে সুইজারল্যান্ডের ওই বেকার এই আশ্চর্যজনক কেকের প্রস্তুতকারক। ১৫ জানুয়ারি বার্নে সুইস ওয়ার্ল্ড ওয়েডিং মেলায় বিশ্বের সবচেয়ে বড় ১৩১.১৫ কিলোগ্রাম কেকটি প্রকাশ্যে আনা হয়। শুধু তাই নয়, বিশাল মাপের কেকের কিছু অংশ ওই মেলায় আসা কয়েকজনকে পরিবেশনও করা হয়। নাতাশা ‘সুইটি কেকস’ নামে একটি বেকারি চালান। তিনি কাস্টম কেক অর্থাৎ গ্রাহকদের পছন্দ মতো কেক তৈরির বিশেষজ্ঞ। তবে সম্প্রতি তিনি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করার জন্যই বিশাল মাপের ওই পরিধানযোগ্য কেকের পোশাক তৈরি করেছিলেন।

ইতিমধ্যেই, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের তরফে সেই কেকের পোষাকের একটি ভিডিয়া শেয়ার করা হয়। যেখানে এক মহিলাকে একটি সাদা কেকের পোষাক পরতে থাকতে দেখা যায়। একজন মডেল কেকের পোষাকটি পরেছিলেন। কেকের পোষাক পরার পরও নড়াচড়া করতে এবং ওজন যাতে বেশি না লাগে তার জন্য পোশাকের নীচে কিছু চাকা লাগানো হয়েছিল। স্বাভাবিকভাবেই ভিডিয়োটি মানুষের মন জয় করে নিয়েছে। একইসঙ্গে অভিনব কেকের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন সকলে।

আরও পড়ুন

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

রুদ্ধশ্বাস জয় চেন্নাইয়ের, ম্যাচ জিতেও চেনা ধোনিকে দেখল অনুরাগীরা। এম ভারত নিউজ

রুদ্ধশ্বাস জয় চেন্নাই সুপার কিংসের। শেষ ২ বলে জিততে দরকার ছিল ১০ রান।

Subscribe US Now

error: Content Protected