নন্দীগ্রাম নিয়ে শুভেন্দুকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন তৃণমূল নেতারা ৷ এবার সেই নন্দীগ্রামে গিয়েই তার জবাব দিলেন শুভেন্দু অধিকারী ৷ এদিন পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বিজেপি নেতা বলেন, ভোটের দিনই প্রমাণ করে দেবেন নন্দীগ্রাম তাঁর পক্ষে রয়েছে কি না ৷ বিজেপি-তে যোগ দিয়ে আজ অর্থাৎ মঙ্গলবার প্রথম নন্দীগ্রামে অরাজনৈতিক সভা করেন শুভেন্দু৷ এদিন একটি রোড শো করেন শুভেন্দু ৷ পরে স্থানীয় বজরংবলীর মন্দিরে পুজো দেন। পুজো শেষে সভামঞ্চ থেকে তৃণমূলের পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়কেও আক্রমণ শানান তিনি।
শুভেন্দু বিজেপিতে যোগ দেওয়ার পর সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সৌগত রায়েরা একুশের বিধানসভা নির্বাচনে তাঁকে নন্দীগ্রাম থেকেই লড়ার চ্যালেঞ্জ ছুড়ে দেন। এদিন তার পাল্টা জবাব দিতে গিয়ে তিনি বলেন, ‘আমার রাজনৈতিক যে পথ, মত ছিল সেটা আমি পরিবর্তন করেছি৷ এখানে রাজনীতির কথা বলব না৷ আমি নন্দীগ্রামে বিশ বছর ধরে আসছি৷ যাঁদের পেটে এখনও আমার ভাত আছে, তারা আমার ছবিতে কালি দিচ্ছে৷ ওদের অপরাধ নেই, তোলাবাজ ভাইপোর অফিস থেকে বলে দিচ্ছে এগুলো কর আর ছবি পাঠা ৷ কিন্তু এসব করে লাভ নেই ৷ ভোটের দিন প্রমাণ করে দেব নন্দীগ্রাম আমার কাছে আছে কি না ৷’ প্রসঙ্গত এদিন নন্দীগ্রামে শুভেন্দুর ছবিতে কালি দেখতে পাওয়া যায়।
আগামী ৭ জানুয়ারি নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা পিছিয়ে গেলেও ঠিক তার পরের দিন নিজের সভা করবেন বলে জানিয়েছেন শুভেন্দু৷ সেই সভায় শুধুমাত্র নন্দীগ্রাম থেকেই এক লক্ষ মানুষ আসবেন বলে জানান তিনি৷ তবে মমতার সভা স্থগিত নিয়ে নাম না করে নেত্রীকে কটাক্ষ করেন শুভেন্দু। বলেন, ‘অনেকে তো রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করেও পগার পার৷’