ফের বৈঠকে বসলেন রাজ্যপাল জাগদীপ ধনকড় এবং অমিত শাহ । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 10 Second

শুক্রবারে দিল্লির উদ্দেশ্যে রওনা হয়েছিলেন রাজ্যপাল জাগদীপ ধনকার। বিকেলে পৌঁছন দিল্লিতে। আজি অমিত শাহ সঙ্গে সরাসরি বৈঠকে বসবার কথা আছে তাঁর । অক্টোবর মাসের শেষের দিকে শেষবারের মতো বৈঠক করেছিলেন অমিত শাহ এর সঙ্গে। সামনে বাংলার বিধানসভা ভোট এর মধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে রাজ্যপাল জাগদীপ ধনকার এর এই বৈঠক নিয়ে জল্পনা উঠেছে তুঙ্গে।

বেশ কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন রাজ্যপাল জাগদীপ ধনকার। যদিও সে বিষয়ে কোন তথ্যই প্রকাশ্যে আসেনি । কি ছিল আলোচনার বিষয় ? এই নিয়ে রয়ে গেছে ধোঁয়াশা। রাজভবনে সাক্ষাৎ শেষ করে এক ঘণ্টার মধ্যে বেরিয়ে যান মুখ্যমন্ত্রী। সাংবাদিকদের সামনে মুখ খোলেননি তিনি । পাশাপাশি ঠিক তার কিছুদিনের মধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর সঙ্গে রাজ্যপালের বৈঠক সাধারণ মানুষের মনে জল্পনার জায়গা তৈরি করে দিচ্ছে।

যদিও ধনকার এর সাথে মুখ্যমন্ত্রীর বৈঠক নিয়ে প্রকাশ্যে ধানকার বলেন মুখ্যমন্ত্রী তাকে নতুন বছরের অভিবাদন জানিয়েছেন এবং তার সাথে দেখা করতে চেয়েছিলেন । আর আজকের বৈঠক সম্পর্কে ধনকার বলেন একজন রাজ্যপাল হিসেবে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক হওয়া খুবই স্বাভাবিক, কারণ রাজ্যের উন্নতির স্বার্থে ছোটখাটো বিষয় সম্পর্কিত আলোচনা থেকেই যায়।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

নয়া লক্ষ্যে এয়ার ইন্ডিয়া মহিলা পাইলট টিম । এম ভারত নিউজ

বিশ্বের ইতিহাসে এক নতুন নজির , ভারতীয় মহিলা বিমান চালক এর একটি দল উত্তর মেরুর অভিযানকে সফল করার জন্য প্রস্তুত। ইতিমধ্যেই সানফ্রান্সিসকো থেকে প্রায় ষোল হাজার কিলোমিটারের দীর্ঘ পথ অতিক্রম করেছেন তারা। এই অভিযানের পরিচালনার দায়িত্বে রয়েছেন জোয়া আগারওয়াল। উত্তর মেরুর ওপর দিয়ে যেকোনো পরিস্থিতিতেই বিমান উড়ানো এক ভয়ঙ্কর চ্যালেঞ্জের […]

Subscribe US Now

error: Content Protected