হলে দেখা নেই পর্যাপ্ত দর্শকের। বন্ধ হয়ে গেল কলকাতা ও শহরতলির কিছু সিঙ্গল স্ক্রিন সিনেমাহল। যাদের মধ্যে রয়েছে প্রিয়া,মেনকা, প্রাচী, ইন্দিরা, অশোকা, জয়া, বায়োস্কোপ (দুর্গাপুর),ডাকবাংলো (বারাসাত) সিনেমাহল। শনিবার সকালেই তালা ঝুলিয়ে দেওয়া হয় হলগুলিতে। আচমকা এমন সিদ্ধান্তের কারণ হল হল প্রতিদিন খোলা হলেও সেভাবে দর্শনের উপস্থিতি না থাকায় লোকসান হচ্ছিল। আর তাই প্রিয়ার মত দক্ষিণ কলকাতার অন্যতম সিনেমা হল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেই জানান কর্ণধার অরিজিৎ দত্ত। বর্তমানে শুধু কাজের দিনেই কর্মীদের বেতন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন হল মালিকরা।

প্রসঙ্গত, গত ১৫ অক্টোবর সরকারি গাইডলাইন মেনে সিনেমাহল খুলেছিল। তবে তাতে নাকি সিঙ্গল স্ক্রিন সিনেমা হল গুলিতে লাভের বদলে লোকসানই বেশি হচ্ছিল। একে তো দীর্ঘ লকডাউনে মার খেয়েছে ব্যবসা তার ওপর হল খুললেও সেভাবে দেখা নেই দর্শকদের। খরচ হলেও আয় না থাকায় হল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেই দাবি কর্তৃপক্ষগুলির। যদিও এক সিনেমা হল মালিকের বক্তব্য, “সিনেমা ব্যবসায় লাভ-লোকসান তো থাকবেই। যে ব্যবসা আমায় এতদিন লাভের মুখ দেখাল তাতে ক্ষতি হলেই কর্মচারীদের মাইনে দেব না? হল বন্ধ করব?।” পাশাপাশি তাঁর কথায়, যে বাংলা ছবি এতদিন ধরে লাভের মুখ দেখিয়েছে, তার খাতিরে কষ্ট সহ্য করে হলেও হল চালু রাখবেন তিনি।