`ভাইপো` সম্বোধনে অভিষেককে আক্রমণ কৈলাসের । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 48 Second

খাস কলকাতার জনসভা থেকে নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন বিজেপির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয়। এদিন তিনি বলেন, “কুর্সিতে বসে আছেন দিদি আর রাজ্য চালাচ্ছেন ভাইপো”। রবিবার মেয়ো রোডে ড.আম্বেদকরের মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক জনসভার আয়োজন করে বিজেপি। সেখানেই বক্তব্য রাখতে গিয়ে কৈলাস বলেন, এরাজ্যে আম্বেদকরের নয়, ভাইপোর সংবিধান চলে। পাশাপাশি এদিন নাম না করে ভাইপো সম্বোধন করে ব্যক্তিগত আক্রমণ করেন অভিষেককে। তাঁর কথায়, ভাইপোর জুতো ৭৫ হাজারের আর দিদির জুতো ৭৫ টাকার।
ভাইপোর চশমা ২৫ লাখের। গরু চোর, বালি চোর, সোনা পাচারকারী, সিন্ডিকেট রাজ একাধিক বিষয় নিয়ে কৈলাস সরব হলেও, কোথাও অভিষেকের নাম তিনি মুখে আনেননি। তবে ইঙ্গিতে ভাইপো মানে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেই বলছেন তা মনে করিয়ে দেন। তাঁর কথায়, ‘‘বাংলার মানুষ জানেন ‘ভাইপো’ বলতে কাকে বোঝানো হয়।’’

তৃণমূলের বহিরাগত তত্ত্বে কৈলাস প্রশ্ন, ‘‘দেশের প্রধানমন্ত্রী বাইরের লোক? দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বাইরের? যে সব রোহিঙ্গা মুসলিম এখানে সন্ত্রাসবাদ চালাচ্ছে, তারা কে হয়? অনুপ্রবেশকারীরা এসে অশান্তি করছে, তারা বহিরাগত নয়?’’ নাগরিকত্ব সংশোধনী আইন নিয়েও কথা বলেন তিনি। মতুয়াদের উদ্দেশে কৈলাস বলেন, ‘‘ধর্মান্তরণের ফলে যাঁরা এসেছেন, তাঁদের নাগরিকত্বের বিরোধিতা করছে তৃণমূল। জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মধ্যে নাগরিকত্ব সংশোধনী আইন চালু করবে বিজেপি।’’

কৈলাসের সুরে গলা মেলান বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায়ও। তিনি বলেন, ‘‘একটু ধৈর্য ধরুন। আগামী বছরে জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মধ্যে আপনারা নাগরিকত্ব পাবেন।’’ সেইসঙ্গে আত্মবিশ্বাসী মুকুল বলেন, “এরাজ্যে ২০০-র বেশি আসন পাবে বিজেপি, আর তা না পেলে কোনও মূল্যই থাকবে না। “

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

ভারত বনধ হচ্ছেই, জানিয়ে দিলেন কৃষক নেতা রাকেশ টিকাইত । এম ভারত নিউজ

নয়া কৃষি আইন বাতিলের আবেদন দাখিল দাবিতে অনড় কৃষকরা। এই দাবিতে সামনে রেখে ৮ ডিসেম্বর ভারত বনধ ডেকেছে আন্দোলনকারী কৃষকরা। যদিও বনধের পরের দিন অর্থাৎ ৯ ডিসেম্বর ফের কেন্দ্র-আন্দোলনকারী বৈঠকের কথা রয়েছে। বনধ যে হচ্ছেই, নয়া দিল্লিতে দাঁড়িয়ে ঘোষণা করেন কৃষক নেতা রাকেশ টিকাইত। কৃষকদের ডাকা ভারত বনধ-কে সমর্থন করছে […]

Subscribe US Now

error: Content Protected